শান্ত মনমোহন হলেন বিস্ফোরক! কি বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে?

নতুন গতি নিউজ ডেস্ক: হটাৎ গর্জে উঠলেন ‘শান্ত’ মনমোহন। বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় কড়া ভাষায় আক্রমণ করলেন মোদি সরকারকে ৮৯ বছরের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং।

    তিনি বলেন “একদিকে মানুষ সমস্যায়। অন্যদিকে, সাড়ে সাত বছর ধরে ক্ষমতায় থাকা রাজ্য সরকার নিজেদের ভুল স্বীকার না করে আজও প্রথম প্রধানমন্ত্রী নেহেরুকে দোষ দিয়ে যাচ্ছে। আমার মনে হয় প্রধানমন্ত্রীর পদের একটা নিজস্ব মর্যাদা আছে। নিজেদের ভুলের জন্য ইতিহাসকে দোষ না দিয়ে সেই মর্যাদা বজায় রাখা উচিত। আমি যে ১০ বছর প্রধানমন্ত্রী ছিলাম আমার কাজ কথা বলেছে। আমি কখনও বিশ্বের কাছে দেশের সম্মানহানি হতে দিইনি।”

    এরপরেই তিনি করে বসলেন এক বিস্ফোরক মন্তব্য “বর্তমান সরকার অর্থনীতি সম্পর্কে কিচ্ছু জানে না। এই সরকারের বিদেশনীতিও ব্যর্থ। চিন আমাদের সীমান্তে এসে বসে আছে। আর সরকার সেটি লুকিয়ে রাখার চেষ্টা করছে। আশা করছি, প্রধানমন্ত্রী এবার বুঝতে পারবেন দোলনায় দুলে, বিরিয়ানি খাইয়ে বা আলিঙ্গন করে বিদেশনীতি সফল করা যায় না।”

    মোদি সরকারকে হিন্দুত্ববাদ নিয়েও শানিয়েছেন তিনি আক্রমণ। কড়া ভাষায় তিনি বলেন “আজকের সরকার ধর্মের নামে দেশকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে। সত্যিকে দমিয়ে রাখার চেষ্টা করছে। ভুয়ো জাতীয়তাবাদের নামে নিজেদের অসৎ উদ্দেশ্য সাধন করার চেষ্টা করছে।”