|
---|
রাহুল রায়, পূর্ব বর্ধমান:
সংবিধান রক্ষার্থে ও গণতান্ত্রিক পরিবেশ ফেরাতে পূর্ব বর্ধমানের কাটোয়া মহকুমা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গণ অবস্থান চলছে।তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কাটোয়া নজরুল মঞ্চের সামনে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে গণ অবস্থান কর্মসূচীর আয়োজন করা হয়। এদিনের গণ অবস্থান কর্মসূচীর উপস্থিত ছিলেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, কাটোয়া ১নং ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি রঞ্জিত মণ্ডল, কাটোয়া ২নং ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি সুব্রত মজুমদার, দাঁইহাট পৌরসভার পৌরপ্রধান শিশির কুমার মণ্ডল, পূর্ব বর্ধমান জেলা তৃনমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রাধানাথ ভট্টাচার্য ও বিশ্বনাথ সাহা। এছাড়াও কাটোয়া শহর তৃনমূল কংগ্রেসের নেতৃত্ব, কাটোয়া ১নং ব্লক তৃনমূল কংগ্রেস নেতৃত্ববৃন্দ, কাটোয়া ২নং ব্লক তৃনমূল কংগ্রেস নেতৃত্ববৃন্দ। তৃনমূল কর্মী, সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।