|
---|
সংবাদদাতা : ২০জানুয়ারি,শুক্রবার,হাওড়া জেলার আমতার সারদা তাজপুর হাই মাদ্রাসাতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হল। তাজপুরের প্রধান গোলাম খাঁন সাহেবের সহযোগিতায় ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুজিত কুমার বেরার নেতৃত্বে ,ছেলেমেয়েদের সমস্ত খেলাগুলো পরিচালনা করেন সুকুমার সাউট্যা ,কাকলি মন্ডল ,আফতাব মল্লিক, জবেদ আলি খাঁন ,পম্পা দাঁ,তন্ময় আদক ,নাজীম মৃধা ,আহমেদ মীর,প্রবীর ঘোষ প্রমুখ ,সফলদের হাতে পুরস্কার তুলে দেন এলাকার প্রধান সহ মাদ্রাসার ম্যানেজিং সদস্য আয়নাল সাহেব ,মারিয়াম সাহেব ,মুজিবর সাহেব ,মুস্তাকিম সাহেব ,আয়ুব সাহেব ,আব্দুর রউফ খান সাহেব ,হাবিবুর মল্লিক সাহেব। এদিন অভিভাবক ও অভিভাবিকাদের উৎসাহ ছিল চোখে পড়ার মত।সমগ্র অনুষ্ঠান সঞ্চালকের ভূমিকা পালন করেন মাদ্রাসার শিক্ষক মাওলানা শেখ মোহাম্মদ কালিমুল্লাহ সাহেব।