অভিনব কায়দায় পেট্রোল-ডিজেল ও রান্না গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদ করল রতুয়া তৃণমূল ছাত্র পরিষদ

মালদাঃ-মিষ্টিমুখ করিয়ে অভিনব কায়দায় পেট্রোল-ডিজেল ও রান্না গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদ করল রতুয়া তৃণমূল ছাত্র পরিষদ।

    সম্প্রীতি পেট্রোল-ডিজেলের আকাশছোঁয়া মূল্যতে জেরবার সাধারণ মানুষ থেকে যানবাহন চালকরা। তারই প্রতিবাদ জানাতে এবার এবার পেট্রোল পাম্পে তেল ভরতে আশা গ্রাহকদের মধ্যে মিষ্টিমুখ করিয়ে অভিনব কায়দায় বিক্ষোভ দেখাল রতুয়া ১ নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সদস্য ও তৃণমূল কর্মীরা এদিনের এই বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন ব্লক তৃণমূল ছাত্র পরিষদের নেতা নাসিম আক্তার বুধবার রতুয়ার সামসির ঘাসিরাম মোড়ের একটি পেট্রোল পাম্প বিক্ষোভ দেখায় তারা উল্লেখ্য সারা ভারতবর্ষের সাথে পশ্চিমবঙ্গে ও পেট্রোল সেঞ্চুরি ছুঁয়েছে ডিজেলের দাম ও আকাশছোঁয়া তাই দেশের নানা জায়গায় বিভিন্নভাবে বিক্ষোভ দেখিয়েছে কেন্দ্র সরকারের বিরুদ্ধে সে মতোই বুধবার পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির কারণে কেন্দ্র সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিল রতুয়া ১ নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সদস্য ও তৃণমূল কর্মীবৃন্দ বিক্ষোভকারীদের দাবি পেট্রোল-ডিজেলের দামমূল্যবৃদ্ধির কারণে প্রতিটি দ্রব্যমূল্যে আকাশছোঁয়া এমনিতেই করোনাকালে লাগাতার লকডাউনের ফলে কাজ হারিয়েছে অনেকেই এখনো অনেকে কাজ না পেয়ে দিশেহারা অবস্থায় রয়েছে আর এই পরিস্থিতিতে বিভিন্ন দ্রব্যের দাম অগ্নিমূল্য হাওয়াই নাজেহাল সাধারণ মানুষ। তাই তাদের দাবি। পেট্রোল পণ্য দাম কমাতে হবে। না, হলে আগামীতে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দেন।