|
---|
নতুন গতি প্রতিবেদক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আশ্রয় চাইলেন পাকিস্তানের মুত্তহেদা কোয়ামি মুভমেন্টের প্রতিষ্ঠাতা আলতাফ হুসেন।বর্তমানে নির্বাসিত হয়ে লন্ডনে রয়েছেন এই পাক নেতা। ব্রিটেন থেকে তাঁর সমর্থকদের উদ্দেশ্যে উস্কানিমূলক বক্তৃতা দেওয়ার জন্য সন্ত্রাসমূলক কাজকর্মে অভিযুক্ত হয়েছেন আলতাফ হুসেন।তাঁর পাসপোর্ট কেড়ে নিয়েছে ব্রিটিশ পুলিশ।২০২০-তে তাঁর শুনানি হওয়ার কথা।তিনি টুইটারে মাধ্যমে জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি তাঁর অনুগামীদের নিয়ে ভারতে তাঁকে আশ্রয়দেন তাহলে তিনি খুবই উপকৃত হবেন। কারণ তাঁর পিতামহ ভারতেই সমাধিস্থ রয়েছেন। এমনকী পিতামহী সহ পরিবারের একাধিক পরিজনকে ভারতেই সমাধিস্থ করা হয়েছিল। তাঁদের সমাধিতে গিয়ে শ্রদ্ধা জানাতে চান আলতাফ।
তিনি আরও জানিয়েছেন যে তিনি শান্তিপ্রিয় মানুষ। রাজনীতিতে নাক গলানোর কোনও ইচ্ছা তাঁর নেই। মামলার লড়ার জন্য টাকাও নেই তাঁর কাছে।আশ্রয় না দিতে পারলেও মোদী যেন আন্তর্জাতিক আদালতে যাওয়ার মতো আর্থিক সাহায্য তাঁকে করেন এমনই আবেদন জানিয়েছেন।