|
---|
নতুন গতি ওয়েবডেস্ক: গোয়ায় ফের তৃণমূলের শক্তিবৃদ্ধি।ঘাসফুলে যোগ দিলেন কংগ্রেসের রাজ্য মুখপাত্র রাখি প্রভুদেশাই নায়েক। তিনি মহুয়খ মিত্রের হাত থেকে দলীয় পতাকা নিয়ে তৃণমূলে যোগ দেন। মাস দু’য়েক আগে শিবসেনা ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছিলেন রাখি। তাঁকে দলের রাজ্য মুখপাত্রও নিয়োগ করা হয়। কিন্তু দু’মাসের মধ্যেই মোহভঙ্গ হল এই কংগ্রেস নেত্রীর। তাঁর বক্তব্য, গোয়ার কংগ্রেস নেতৃত্ব দিশাহীন। কংগ্রেসের মুখপাত্রের পদ এবং দলের প্রাথমিক সদস্যপদ ছেড়ে দেন রাখি। এরপরই গোয়া তৃণমূলের পর্যবেক্ষক মহুয়া মৈত্রের হাত ধরে তৃণমূলে যোগ দেন তিনি। সম্প্রতি গোয়ায় তৃণমূলের পাঁচ নেতার দলত্যাগ নিয়ে বেশ হইচই পড়ে গিয়েছিল। এই পরিস্থিতিতে বিরোধীদের চুপ করিয়ে তৃণমূলে যোগ দিলেন রাখি।