বীরভূমের বোলপুর শান্তিনিকেতনে অনুষ্ঠিত হলো ছাত্র-ছাত্রীদের জন্য মূল্যবোধ ও ক্যারিয়ার কাউন্সেলিং

নিজস্ব প্রতিনিধি, বীরভূম: স্কুলে যা পড়ানো হয় না, কলেজে যা শেখানো হয় না, কেমন করে আত্মবিশ্বাস বাড়াবেন প্রভৃতি বই লিখেছেন পার্থ চট্টোপাধ্যায়। এবার সরাসরি নিজে উপস্থিত হয়ে ছাত্র ছাত্রীদের নানা দিক তুলে ধরে কর্মশালায় ছাত্র ছাত্রীদের সমৃদ্ধ ও উজ্জীবিত করলেন। রবিবার বীরভূম জেলার বোলপুরের শান্তিনিকেতনে অনুষ্ঠিত হলো ছাত্র-ছাত্রীদের জন্য মূল্যবোধ ও ক্যারিয়ার কাউন্সেলিং নিয়ে এক মনোজ্ঞ কর্মশালা। এদিন শ্রীনন্দা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত এই কর্মশালায় উপস্থিত ছিলেন ছাত্র ছাত্রী, অভিভাবক সহ শতাধিক পাঠক ও শ্রোতা। এই কর্মশালায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক তথা জীবনবাদী লেখক ও কাউন্সিলর ড. পার্থ চট্টোপাধ্যায়। ৮২ বছর বয়স হয়েছে তাঁর। তবুও পার্থ বাবু বসে নেই। অজস্র বই লিখেছেন তিনি। এখনও বই লেখার পাশাপাশি গ্রাম থেকে শহর সর্বত্রই ছুটে গিয়ে কর্মশালায় অংশ গ্রহণ করছেন। সরাসরি উপস্থিত হয়ে শ্রোতা পাঠকদের জন্য পাঠক সম্মেলন, মূল্যবোধ, কেরিয়ার কাউন্সিলিং, হতাশা থেকে আলোর পথ দিশা দেখাচ্ছেন এই ধরনের কর্মশালার মাধ্যমে। এদিন পার্থবাবু ছাত্রছাত্রীদের সামনে জীবনের লক্ষ্য, উদ্দেশ্য ও সাফল্য পেতে হলে কি কি করণীয় তা সবিস্তার তুলে ধরেন ও প্রতিটি ছাত্র ছাত্রীদের মূল্যবোধ গঠনের ওপর গুরুত্ব আরোপ করেন। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উদ্যোগতা গীতি কন্ঠ মজুমদার, মনোবিদ তথা সমাজকর্মী মঞ্জু মোহন মুখোপাধ্যায়, মালদা থেকে আগত অতিথি শিক্ষক- সাংবাদিক রেজাউল করিম, শিক্ষিকা প্রতিভা গাঙ্গুলি, অধ্যাপক রবীন্দ্রনাথ দাস, মনোবিদ কমলিকা ভট্টাচার্য, নতুন গতির সাংবাদিক নাজমুস সাহাদাত উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, আগামী ২৪ শে নভেম্বর কোলকাতা প্রেসক্লাবে পার্থ চট্টোপাধ্যায়ের পরিচালনায় এক কর্মশালা অনুষ্ঠিত হবে।