আজ উল্টো রথের দিন ইসকন মন্দিরকে নিয়ে মানুষের উন্মাদনা ছিল দেখবার মতন

নিজস্ব সংবাদদাতা : আজ উলটো রথ শিলিগুড়িতে ভীড় একেবারেই না হলেও কম নেই। মানুষের রথ নিয়ে আগ্রহ সেই পুরানো সময় ধরেই।আজ সেই উলটো রথকে ঘিরে শিলিগুড়ির মানুষের একটা আলাদা অনুভূতি আছে। শিলিগুড়ির ইসকন মন্দিরে আজ সকাল থেকেই ভীড় শুরু হয়ে যায়। আজ উল্টো রথের দিন ইসকন মন্দিরকে নিয়ে মানুষের উন্মাদনা ছিল দেখবার মতন। প্রভু জগন্নাথ দেব তার মাসির বাড়ি থেকে আজকের দিন বাড়িতে ফিরে আসবেন। তাই একটা আলাদা ব্যাপার তো থাকবেই। শিলিগুড়িতে রথের বাজার নিয়ে গত দশ বছরের মধ্যে এবারের উন্মাদনা ছিল সবার চেয়ে আলাদা। মানুষ নিজেরাই গত দুবছরে করোনা আবহে বাড়ি থেকে বের হতে পারেন নি।তাই এবারে সোজারথ এবং উলটো রথের ভীড় ছিল একেবারেই আলাদা ভীড় ছিল গতবারেও তবে একেবারেই আলাদা ভীড় লক্ষ করা গেছে। এবারের ভীড় শিলিগুড়ির বিধান মার্কেট এবং হায়দারপার্ড়তে সবচাইতে বেশী দেখতে পাওয়া গেল।