বনমহোৎসব উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচী শালবনিতে

নিজস্ব সংবাদদাতা ,মেদিনীপুর: মেদিনীপুর জেলার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন সংকল্প ফাউন্ডেশন এর উদ্যোগে শালবনি ব্লকের কর্ণগড় এলাকার বলিজুড়ি ও ডাঙ্গরপাড় গ্রামের মাঝে রাস্তার ধারে গাছ লাগানো হয়। ১৪ জুলাই থেকে ২০ জুলাই পর্যন্ত যে বন মহোত্সব ঘোষণা হযেছে তার প্রথম দিনে সংকল্প ফাউন্ডেশনের এই উদ্যোগ। বৃষ্টি , গাছ ও মানুষের মধ্যে মেল বন্ধন যাতে অটুট থাকে। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। শহরে ও গ্রামাঞ্চলে গাছ কেটে ফ্ল্যাট ও বাড়ী তৈরি হচ্ছে। বাতাসে যে পরিমাণ অক্সিজেন থাকা দরকার (২১%) তা কমে যাচ্ছে। তাই সংকল্প ফাউন্ডেশনের উদ্যোগ এই কর্মসূচি নেওয়া হয়েছে।

    কর্মসূচি তে যারা অংশ নিয়েছেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা গোপাল সাহা, সম্পাদিকা পারমিতা সাউ, ডিরেক্টর ডঃ শান্তনু পাণ্ডা, সমাজসেবী জগন্নাথ পাত্র। এছাড়াও ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পিন্টু সাউ, মুক্তি গিরি, নরোত্তম দে, মণ্টু সাউ, রত্না দে, প্রতিমা রানা, নিলঞ্জ্না সাউ, মুনমুন ঘোষ, রাকেশ দাস, অনীশ সাউ, অরিত্র দাস । এমন উদ্যোগ এলাকায় প্রশংসা কুড়িয়েছে