লতা মঙ্গেশকরের মৃত্যুতে শ্রদ্ধাঞ্জলি গৌতম দেবের

শিলিগুড়ি: আজ ভারতের সঙ্গীত অভিভাবকশুন্য হল।আজ সুর সাম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের মৃত্যুতে এইভাবেই শ্রদ্ধাঞ্জলি জানালেন গৌতম দেব।

    আজ তিনি জানালেন সেই ছোটবেলা থেকেই লতাজীর গান শুনে বড় হয়েছি,আজ তিনি আমাদের ছেড়ে চলে গেছেন তাই আজ গানের জগতে নিজেকে বড়ই একা বলে মনে হচ্ছে।আমি ছোট থেকেই লতাজীর ভক্ত।তার গান একসময় আমি দিনে দশ থেকে বারো ঘন্টা শুনতাম।

    লতাজীর অনুষ্ঠান দেখতে গিয়ে বাড়িতে কত বকা খেয়েছি তার ঠিক নেই।তবুও লতাজী এসেছেন শুনে নিজেকে আর স্থির রাখতে পারি নি।আজ সারা ভারতের মানুষের চোখে জল,সাথে সাথে আমার চোখেও জল,আমার মনে হয় এই গলা আর ভারতের মানুষ ফিরে পাবে না,তার একেকটা গান মনিমুক্ত ছ ড়ানো,তাইতো তিনি সুর সাম্রাজ্ঞী।গৌতম দেব জানালেন তিনি সারা জীবন ধরেই লতা মঙ্গেশকরের ভক্ত ছিলেন আছেন এবং থাকবেন।তার এই অমর গলা ভারতের মানুষ সারা জীবনে মনে রাখবে।আজ আমার মন সত্য সত্যি খুব খারাপ ভারতবর্ষ আজ তার এক কৃতি কন্যাকে হারালো।