|
---|
নিজস্ব সংবাদদাতা: ডায়মন্ড হারবারে তৃণমূল উপ প্রধানের রহস্যমৃত্যু। কীটনাশক খেয়ে আত্মঘাতী বলে প্রাথমিক তদন্তে অনুমান। সূত্রের খবর, সুইসাইড নোটে প্রধানের সঙ্গে মনোমালিন্যের ইঙ্গিত মিলেছে। মৃতের নাম দেবব্রত ভট্টাচার্য। তিনি ডায়মন্ড হারবার ১ নম্বর ব্লকের বোলসিদ্ধি গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান। পরিবার সূত্রে খবর, গতকাল দুপুরে গ্রামের রাস্তা থেকে তৃণমূল নেতাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সন্ধেয় তাঁর মৃত্যু হয়। ডিপ্রেশন? না কি, রাজনৈতিক দ্বন্দ্ব? তৃণমূল উপ প্রধানের আত্মহত্যা কারণ খতিয়ে দেখছে ডায়মন্ড হারবার থানার পুলিশ। এ নিয়ে মুখ খোলেনি মৃতের পরিবার ও তৃণমূল নেতৃত্ব।