মাঝ আকাশে বিপত্তি, জরুরি অবতরণ করল বিমান দেশ 4 August 2022 by নতুন গতি মাঝ আকাশে বিপত্তি, জরুরি অবতরণ করতে বাধ্য হল গো ফাস্ট এর বিমান। আমেদাবাদ থেকে চন্ডিগড় এর উদ্দেশ্যে রওনা হয়েছিল বিমানটি। আমেদাবাদ বিমানবন্দর থেকে টেক অফ করার পরে পাখির সাথে ধাক্কা লাগে বিমানটির। এরপরেই বিমানটিকে ঘুরিয়ে আবার আমেদাবাদ এয়ারপোর্ট এ জরুরি অবতরণ করানো হয়।