কাচের টুকরো দিয়ে গলা কেটে স্ত্রীকে খুনের চেষ্টা! অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ

নিজস্ব সংবাদদাতা : কাচের টুকরো দিয়ে গলা কেটে স্ত্রীকে খুনের চেষ্টা। অভিযুক্ত স্বামীকে আটক করেছে এন্টালি থানার পুলিশ (Police)। নেশার টাকা না দেওয়ায় অশান্তি, তার জেরেই খুনের চেষ্টা, দাবি পুলিশের। দাম্পত্য কলহের পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, খতিয়ে দেখা হচ্ছে। চলতি বছরেই আরও একটি মর্মান্তিক ঘটনা ঘটেছিল কলকাতার বুকে। স্ত্রীকে কুপিয়ে খুন (Murder)। থানায় গিয়ে আত্মসমর্পণ করেছিলেন SSKM-এর চিকিৎসক। অভিযুক্তকে গ্রেফতার করে বাগদা থানার পুলিশ। মৃতের নাম রত্নতমা দে। পুলিশ সূত্রে খবর, বছর দুয়েক আগে দত্তপুকুরের নীলগঞ্জের বাসিন্দা রত্নতমার সঙ্গে বিয়ে হয় বাগদার মণ্ডবঘটা গ্রামের বাসিন্দা অরিন্দম বালার। বিয়ের পর বনিবনা না হওয়ায় বাবার বাড়িতে থাকতেন রত্নতমা। অরিন্দম SSKM-এ এমডি করছিলেন। অভিযোগ, গতকাল স্ত্রীকে নিজের বাড়িতে নিয়ে এসে কুপিয়ে খুন করেছিলেন ওই চিকিৎসক।

    পাশাপাশি জুলাই মাসে,বাগুইআটিতে সকালের নিস্তবদ্ধতা ভেঙেছিল গুলির শব্দ। বাগুইআটির নারায়ণপুরে স্ত্রীকে গুলি করে খুন করে থানায় গিয়ে আত্মসমর্পণ করেছিলেন স্বামী ( Murder case)। অভিযুক্তকে গ্রেফতার করেছিল পুলিশ। জানা যায়, মৃত গৃহবধূর নাম টুম্পা ঘোষ। নারায়ণপুরের চন্দ্রাণী এলাকার বাসিন্দা বছর ৩২-এর টুম্পার সঙ্গে তাঁর স্বামী অজয়ের সাংসারিক বিষয় নিয়ে অশান্তি চলছিল। প্রতিবেশীরা আজ সকালে গুলির আওয়াজ পান। গৃহবধূকে বাড়ির মধ্যেই গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। মহিলার শরীরে দুটি গুলি লাগে। মার্চ মাসেও এমনই একটি ভয়াবহ ঘটনার সম্মুখীন হয়েছিল নদিয়া জেলা। স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে খুন করে সেবার আত্মঘাতী হয়েছিলেন স্বামী। এরপর হাত-পা বাঁধা অবস্থায় স্ত্রীর গলা কাটা দেহ উদ্ধার করেছিল পুলিশ। মর্মান্তিক ঘটনাটি ঘটেছিল নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার কুটির পাড়া এলাকায়।