|
---|
নতুন গতি নিউজ ডেস্ক:একুশের বিধানসভা ভোটের আগে আজ তৃণমূলের শেষ ২১ জুলাইয়ের সভা।তবে করোনার জেরে সমাবেশ হচ্ছে না,সভা এবার ভার্চুয়াল।তৃণমূল সূত্রের খবর, দুপুর ২টোয় কালীঘাট থেকে ভার্চুয়াল সভায় ভাষণ দেবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সরাসরি সম্প্রচারের জন্য রাজ্যের সর্বত্র তৃণমূল পার্টি অফিসে বসানো হচ্ছে জায়ান্ট স্ক্রিন।এদিন বিড়লা তারামণ্ডলের কাছে শহিদ স্মৃতিতে শ্রদ্ধাজ্ঞাপন করবেন তৃণমূলের নেতারা। এরপর তাঁরা যাবেন ধর্মতলা চত্বরেও।ট্রায়াঙ্গুলার পার্কের কাছে তৈরি হয়েছে তৃণমূলের মঞ্চ।তবে এবার ভার্চুয়াল সভা হবে বলে এলাকা এখনও শুনশান।গিরিশ পার্কেও তৃণমূলের মঞ্চ প্রস্তুত। তবে করোনা আবহে গোটা চত্বরই ফাঁকা।
এখন দেখার করোনার আবহে এই ভার্চুয়াল জনসভা কতটা প্রভাব ফেলছে তৃণমূলের কর্মী-সমর্থকদের উপরে।লোকসভা ভোটে আশানুরূপ ফল না হওয়ায় অনেকটাই ব্যাকফুটে তৃণমূল। রাজ্যে রাজ্যে বাড়ছে বিজেপির চাপ কিছু কিছু জায়গায় কংগ্রেস সিপিএম জোটবদ্ধভাবে চাপ তৈরির চেষ্টা চালাচ্ছে।করণায় স্বাস্থ্য পরিকাঠামো,আমফানে ত্রাণ দুর্নীতি, রেশন কেলেঙ্কারি নিয়ে বিরোধী রাজনৈতিক দলেরা একজোটে সরকারকে কোণঠাসা করার নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে।বিরম্বনা বাড়িয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন বেশ কিছু হেভিওয়েট তৃণমূল নেতা তারাও এখন পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে।
2021 বিধানসভা ভোটের আগে রাজ্য রাজনীতি ভালোই সরগরম বলা যেতে পারে এবং নিচুতলার কর্মীসমর্থকরা কিছুটা হলেও হতাশাগ্রস্থ, এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের এই ভার্চুয়াল জনসভা যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং তিনি কীভাবে তার কর্মী-সমর্থকদের উদ্বুদ্ধ করছেন দলীয় নেতাকর্মীদের কিভাবে উদ্বুদ্ধ করছেন তার উপরে অনেকটাই নির্ভর করছে আগামী 2021 বিধানসভা ভোটের ফলাফল।