মুর্শিদাবাদ জেলার বড়ঞাতে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই জনের

নিজস্ব প্রতিবেদক:- মুর্শিদাবাদ জেলার বড়ঞাতে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই জনের। আহত হলেন আরও দুইজন। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে বড়ঞা থানার অন্তর্গত রামরামপুর গ্রামে। জানা গেছে, এদিন সন্ধ্যায় ধর্মীয় জলসা শুনতে একটি ভাড়া গাড়ি করে ববরপুর থেকে হরিমাটি যাচ্ছিলেন পাঁচ ব্যক্তি। সেই সময় কুলি সাঁইথিয়া রাজ্য সড়ক সংলগ্ন রামরামপুরে দাঁড়িয়ে থাকা একটি লরিতে ধাক্কা মারে ওই গাড়িটি। ঘটনায় আহত হন চারজন। স্থানীয়রা আহতদের কে উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হলে পথেই মৃত্যু হয় আহতদের । পুলিশ জানিয়েছে মৃতের নাম, মুস্তাকিন সেখ (৫২) ও সুমন সেখ (২০)। অন্যদিকে আহত অবস্থায় কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন আছেন গোলাপ সেখ (১৮), নয়ন মল্লিক (২০)। প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি বড়ঞার মোড্ডা এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয় চারজনের। এদিন আবার পথ দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা ঘটল বড়ঞা থানা এলাকায়। গত সাত দিনের মধ্যে পর পর দুর্ঘটনা ও মৃত্যুর ফলে চিন্তিত জেলা প্রশাসন। তাঁদের অনুমান, গাড়ির বেপরোয়া গতির ফলেই এই দুর্ঘটনা ঘটেছে। অন্যদিকে মৃতদের দেহ ময়নাতদন্তের পর তুলে দেওয়া হয় পরিবারের সদস্যদের হাতে। ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। মুর্শিদাবাদ পুলিশ জেলার পক্ষ থেকে জানানো হয়েছে, এই দুর্ঘটনা নিয়ে তদন্ত করা হবে। যদিও এটা স্বাভাবিক দুর্ঘটনা বলেই মত জেলা পুলিশের।