শ্রীবাটী গ্ৰাম পঞ্চায়েতর নন্দীগ্রামের নন্দেশ্বরী দেবীর মন্দির আনুমানিক প্রায় ২০০০ বছরের প্রাচীন পূজা

রাহুল রায়,পূর্ব বর্ধমানঃপূর্ব বর্ধমান জেলার কাটোয়া ২নং ব্লকের শ্রীবাটী গ্ৰাম পঞ্চায়েতর নন্দীগ্রামের নন্দেশ্বরী দেবীর মন্দির আনুমানিক প্রায় ২০০০ বছরের প্রাচীন। এখানে দেবীর মূর্তি কষ্ঠীক পাথরে। নন্দেশ্বরী দেবীর আরেক নাম হল দশভূজা। গ্রামবাসীদের কাছ থেকে শোনা যায় নন্দেশ্বর দেব আর নন্দেশ্বরী দেবীর নাম অনুসারে নন্দীগ্রাম প্রতিষ্ঠা হয়। নন্দেশ্বরী দেবীর পূজার ব্যাবস্থা করে গেয়েছিলেন বর্ধমনের তৎকালীন রাজা।

    করোনা পরিস্থিতে লকডাউন ঘোষণার পর থেকে সারাদেশের বিভিন্ন ঐতিহ্যবাহী মন্দিরের সাথে থাকে পূর্ব বর্ধমান জেলার অন্যতম প্রাচীন এই নন্দেশ্বরী দেবীর মন্দিরে সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ হয়েছিল। রবিবার শ্রাবণ মাসের শুক্লা চতুর্দশীতে নন্দেশ্বরী দেবীর মন্দিরে মায়ের বাৎসরিক পূজো অনুষ্ঠিত হল সামাজিক দুরত্ব বজায় রেখে। কিন্তু বর্তমান করোনা পরিস্থিতির ফলে বেশকিছু অনুষ্ঠান কাট ছাট করতে হয়। একমাত্র পুরোহিত নিজে গিয়ে পুজা পাঠ ও ভোগ নিবেদন করেন।এদিন গ্ৰামবাসীরা মায়ের কাছে একটাই প্রার্থনা করেন পৃথিবী থেকে যেন করোনা মুক্ত হয়ে যায়।