|
---|
অতনু ঘোষ এর রিপোর্ট,মেমারি,পূর্ব বর্ধমান:রাখি বন্ধন বদলে মাস্ক বন্ধন উৎসব পালন করলো তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা।করোনার মতো অতিমারী রোগের সঙ্গে লড়াই করতে হচ্ছে সাধারণ মানুষকে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই রোগ প্রতিরোধ করতে ইতিমধ্যেই বেশ কিছু উদ্যোগ নিয়েছেন। প্রত্যেক বছরের মতো এবছর রাখি বন্ধন উৎসব হচ্ছে না।এই দিনটিকে প্রতি কি করে মাস্ক বন্ধন দিবস হিসেবে পালন করছে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস।
সম্প্রতি মুখ্যমন্ত্রী সাংবাদিকদের জানিয়েছিলেন, ৩ কোটি মাস্ক রাজ্য সরকার তৈরি করতে দিয়েছে। এই মাস্ক সকলকে, ছাত্র-যুবদের হাতেও তুলে দেওয়া হবে। মাস্কের ওপর লেখা হয়েছে— ‘বাংলা আমার মা’। নীচে লেখা ‘পশ্চিমবঙ্গ সরকার’।আজ বেলা ১০ টায় মেমারী১ নম্বর ব্লকের রসুলপুরের মামুদপুর গ্রামে, ব্লকের যুব সভাপতি নিত্যানন্দ ব্যানার্জীর উপস্থিতিতে এবং শংকর চট্টোপাধ্যায়ের মত বেশ কিছু যুব কর্মীর উদ্যোগে এখানে স্বাস্থ্যবিধি মেনে মাস্ট বিতরণী অনুষ্ঠান পালন করা হয়।