চাঁচলে ছাগল চুরি করতে গিয়ে পকড়াও দুই যুবক,গণপ্রহার

উজির আলী,চাঁচল:৩১ অক্টোবর 

    দুসপ্তাহ বাদেই দীপাবলী উৎসব। চড়া দামে বিক্রি হয় ছাগল। তার আগেই ঘটে গেল ছাগল চুরির ঘটনা।স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে মালদহের চাঁচল থানার কাপশিয়া গ্রাম থেকে ছাগল বাইকে করে চম্পট দেয় দুই যুবক একটিবাইকে। চুরির ঘটনাটি স্থানীয়দের চোখে পড়লে তড়িঘড়ি প্রতিবেশী গ্রাম সদরপুর গ্রামের লোককে ফোন করা হয় কাপশিয়া গ্রামের তরফে।
    দুজনকে পকড়া করে প্রতিবেশী সদরপুর গ্রামের বাসিন্দারা

    বেশ কিছুদিন ধরেই ওই এলাকায় চুরি যাচ্ছিল ছাগল। অভিযোগ, বেশ কিছু যুবক বাইকে করে এসে এলাকায় ছাগল কেনার কথা বলে রেইকি করে চলে যাচ্ছিল।এলাকায় কত ছাগল আছে এবং কোথায় কোথায় তা চড়তে বের হয় সেসব জেনে নিয়ে চলে যায়। আর তার জেরেই কি এই ঘটনা? প্রশ্নের মুখে গ্রামবাসী নিজেরাই।
    জানা গেছে ধৃত দুই যুবকের দীর্ঘদিনের পেশা ছাগল কেনা বেচা।

    এদিন সদরপুরে দুই যুবকে পকড়াও করতে সক্ষম হন সদরপুরবাসী। গনপ্রহারও ঘটেছে বলে খবর। খবর পেয়ে চাঁচল থানা ছুটে যায় পুলিশ। দুই যুবককে উদ্ধার করে চাঁচল থানায় নিয়ে আসা হয় পুলিশের তৎপরতায়। ঘটনায় ব‍্যাপক চাঞ্চল‍্য ছড়ায় এদিন ওই এলাকায়।
    জানা গেছে ওই দুই যুবক চাঁচলের নুরগঞ্জের বাসিন্দা। আগেও কি এইরকম চুরির অভিযোগ তাদের বিরুদ্ধে রয়েছে, ঘটনা খতিয়ে দেখতে শুরু করেছে চাঁচল থানার পুলিশ।