|
---|
নিজস্ব সংবাদদাতা, নতুন গতি, ডোমকল : গত ১২ জানুয়ারি ডোমকলের সিলিসফট কম্পিউটার সেন্টারে অনুষ্ঠিত হল উল্কাবৃষ্টি সাহিত্য উৎসব ২০২২। অনুষ্ঠানে সভামুখ্যের আসন অলংকৃত করেন বিশিষ্ট সাহিত্যিক সামশুল আলম। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত ভাষণ দেন উল্কাবৃষ্টি পত্রিকার সম্পাদক ও উল্কাবৃষ্টি পাবলিকেশনের কর্ণধার কবি এম এ ওহাব। তিনি সাহিত্য-ক্ষেত্রে উল্কাবৃষ্টির অবস্থান ও উদ্দেশ্য সম্পর্কে মনোভাব ব্যক্ত করেন। এর পরে ক্রমান্বয়ে প্রকাশিত হয় ‘উল্কাবৃষ্টি’ পাবলিকেশনের একগুচ্ছ কবিতার বই। সেগুলি হল—-এম নাজিমের ‘নীল নক্ষত্রের আলো’, শুকদেব পালের ‘আমার কিছু কথা’, সামিরুল মণ্ডলের ‘রোদ ও ঘুমপালক’, সাহিন রেজা বিশ্বাসের ‘আগোছালো ছায়ার আড়ালে’, ‘বিভাস বিশ্বাসের ‘কথা, তোমাকে’, রুমানা আকতারের ‘আবছা স্মৃতির চিলেকোঠা’, আবুজার হোসেনের ‘জীবনের অবসরে’। এছাড়াও প্রকাশিত হয় ইলবাস আলির প্রথম গল্পের বই ‘ফেরারী বসন্ত’।
আলোচনায় অংশগ্রহণ করেন বিশিষ্ট কবি ও গল্পকার এম নাজিম। তিনি ‘বিদ্রোহী’ কবিতার ১০০ বছর পূর্তি উপলক্ষ্যে বিশেষ আলোচনা করেন। সাহিত্যিক কালাম শেখ ‘উল্কাবৃষ্টি’ ও ‘দ্য ডোমকল কলিং’ পত্রিকার লড়াই ও প্রাসঙ্গিকতা সম্পর্কে দীর্ঘ ও মূল্যবান আলোচনা করেন। এছাড়াও আলোচনা করেন কবি ও গল্পকার আশিকুল আলম বিশ্বাস, কবি ও প্রাবন্ধিক সুলাইমান প্রমুখ। কবিতা পাঠ করেন এম নাজিম,শুকদেব পাল, ইলবাস আলি, আবুজার হোসেন,সাহিন রেজা বিশ্বাস, সামিরুল মণ্ডল, রুমানা আকতার, রোকেয়া প্রমুখ। সংগীত পরিবেশন করেন কবি ও গীতিকার সহিদুল ইসলাম। সভামুখ্য সামশুল আলম মহাশয় একসঙ্গে এত গুলো বই প্রকাশের বিষয়কে বিরাট সফলতা বলে অভিহিত করেন। তিনি বলেন— ”সাম্প্রতিক অতীতে একসঙ্গে এত বই প্রকাশিত হয়নি। ডোমকলের সাহিত্য আরও উত্তরণের দিকে এগিয়ে চলেছে এটা ভেবে খুব ভালো লাগছে।” অনুষ্ঠানটি সুন্দরভাবে সঞ্চালনা করেন কবি সাহিন রেজা বিশ্বাস।