স্বামী বিবেকানন্দের জন্ম দিবস পালন খয়রাসোলে

সেখ রিয়াজ উদ্দিন,বীরভূম: পশ্চিমবঙ্গ সরকারের যুবকল্যান ও ক্রীড়া দপ্তর এবং খয়রাশোল ব্লক ও পঞ্চায়েত সমিতি আয়োজিত বুধবার স্বামী বিবেকানন্দের ১৬০ তম জন্মদিবস পালন করা হয় স্থানীয় ব্লক চত্বরে,করোণা বিধি সতর্কতা অবলম্বন করে যথাযোগ্য মর্যাদা সহকারে।প্রদীপ প্রজ্জ্বলন,স্বামীজির প্রতিচ্ছবিতে মাল্যদান ও পুস্পার্ঘ নিবেদনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।উপস্থিত বক্তারা স্বামী বিবেকানন্দের কাজকর্ম সম্পর্কিত বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন।

    মঞ্চে উপস্থিত ছিলেন পাঁচড়া গীতাভবনের স্বামী সত্যানন্দজী মহারাজ,দুবরাজপুর রামকৃষ্ণ আশ্রমের ব্রহ্মচারী অমৃত চৈতন্য,খয়রাশোল ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক পৃথ্বীশ দাস,বিশিষ্ট সমাজসেবী অধ্যাপক দেবব্রত সাহা,বিশিষ্ট শিক্ষক কাঞ্চন অধিকারী,খয়রাশোল পঞ্চায়েত সমিতির সভাপতি তপন কুমার সাহা,প্রাক্তন সভাপতি শ্যামল কুমার গায়েন, অনাদি মন্ডল,আব্দুর রহমান,সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ।

    অন্যদিকে খয়রাশোলে অবস্থিত লোকপুর,বাবুইজোড় রাস্তার সংযোগস্হলে স্বামীজির আবক্ষ মূর্তিতে মাল্যদান সহ পূস্পার্ঘ নিবেদন করলেন দুবরাজপুর রামকৃষ্ণ আশ্রমের ব্রহ্মচারী অমৃত চৈতন্য ,পাঁচড়া গীতাভবনের প্রতিষ্ঠাতা তথা অধ্যক্ষ স্বামী সত্যানন্দজী মহারাজ সহ অন্যান্য বিশিষ্টজনেরা। উপস্থিত বিশিষ্টজনেরা স্বামীজির জীবনী নিয়ে স্মৃতিচারণা করেন।উল্লেখ্য সমাজসেবী মাধব লাহার উদ্যোগে এবং খয়রাশোলের বাসিন্দাদের সহযোগিতায় গত ২০২০ সালের ১২ ই জানুয়ারী আবক্ষ মূর্তিটি স্থাপিত হয়।

    এখানে উপস্থিত ছিলেন দুবরাজপুর রামকৃষ্ণ আশ্রমের ব্রহ্মচারী অমৃত চৈতন্য ,গীতা ভবনের অধ্যক্ষ তথা প্রতিষ্ঠাতা স্বামী সত্যানন্দজী মহারাজ, বিশিষ্ট সমাজসেবী মাধব চন্দ্র লাহা,খয়রাশোল থানার ও সি সঞ্চয়ন ব্যানার্জী,লোকপুর থানার ও সি সন্তোষ ভকত,খয়রাশোল পঞ্চায়েত সমিতির সভাপতি তপন কুমার সাহা, অধ্যাপক দেবব্রত সাহা সহ বহু বিশিষ্টজন।