ছত্রছায়ায় ভ্রাম্যমান রান্নাঘর কর্মসূচি

নিজস্ব সংবাদদাতা, শালবনী: কোভিড পরিস্থিতিতে রাজ্যে চলা কার্যত লকডাউনের পরিস্থিতিতে ভ্রাম্যমান রান্নাঘর কর্মসূচি গ্রহণ করেছে শালবনীর স্বেচ্ছাসেবী সংগঠন ছত্রছায়া। শুক্রবার এই কর্মসূচির তৃতীয় দিনে রান্নাকরা খাবার নিয়ে টিম ছত্রছায়া পৌঁছে যায় শালবনী ব্লকের জোড়াকুসমি গ্রামে। সেখানকার প্রায় শতাধিক ব্যক্তির হাতে মাংসের ঝোল ,আলু পটলের তরকারি সহ সাদা ভাতের প্যাকেট দুপুরের খাবার হিসেবে তুলে দেওয়া হয়।

     

    এদিনের কর্মসূচিতে ছত্রছায়া গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন নতুন ঘোষ, দেবাশীস মন্ডল , মালা মুর্মু ,রাজা ভকত, তরুণ দণ্ডপাট, আপন ঘোষ , গ্রামীণ চিকিৎসক হারাধন দুয়ারী প্রমুখ।এছাড়াও এদিন ছত্রছায়ায় পক্ষ থেকে শালবনী চকবাজার থেকে ভাদুতলা বাস স্ট্যান্ড পর্যন্ত্ সমস্ত ভবঘুরেদের ও গাড়ির চালক ও খালাসীদেরকেও ছত্রছায়ায় পক্ষ থেকে দুপুরের খাবার পরিবেশন করা হয়। উল্লেখ্য এর আগে দিনগুলোতে রাস্তার ধারের ভবঘুরে ও পীরচক এলাকার বাসিন্দাদের হাতে রান্নাকরা খাবার তুলে দেওয়া হয়েছিল। এর পাশাপাশিই ছত্রছায়ার উদ্যোগে চলছে স্যানিটাইজেশন ও মাস্ক বিতরণ কর্মসূচী।এই কাজে ছত্রছায়াকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাঁদের শুভানুধ্যায়ী শিক্ষক, চিকিৎসক, পুলিশ কর্মী,সরকারী কর্মচারী, ব্যবসায়ী সহ সমাজের সর্বস্তরের মানুষ।