আগামী পাঁচ বছরে ৬০ লক্ষ নতুন চাকরি, বাজেটে ঘোষণা নির্মলা সীতারামনের

নতুন গতি ওয়েব : মঙ্গলবার সংসদে পেশ হল ইউনিয়ন বাজেট ২০২২। বাজেটে করোনা আবহে ঘুরে দাঁড়ানোর বার্তা দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। প্রত্যাশামতো এদিন লোকসভায় আর্থিক বৃদ্ধির পথে ফেরার কথা বলেন তিনি। ‘আত্মনির্ভর’ ভারতে আগামী পাঁচ বছরে কর্মসংস্থান হবে বলে জানান তিনি।
অর্থমন্ত্রী হিসেবে আজ চতুর্থবার সংসদে বাজেট পেশ করেন নির্মলা। তিনি বলেন, “আগামী পাঁচ বছরে ৬০ লক্ষ নতুন কর্মসংস্থান করা হবে।” তাঁর কথায়, “আত্মনির্ভর ভারত গড়ে তুলতে উৎপাদনের সঙ্গে যুক্ত ছাড়-সহ বিভিন্ন প্রকল্পে বিপুল সাড়া মিলেছে। আমাদের লক্ষ্য হচ্ছে আত্মনির্ভর ভারত গড়ে তোলা।” তিনি আরও বলেন, “দেশের আর্থিক বৃদ্ধি অব্যাহত রাখতে ‘পিএম গতিশক্তি’ মাস্টার প্ল্যান আনা হচ্ছে।