সাকিব ইস্যুতে সরব কঙ্গনা ও কোয়েল

 

    নতুন গতি বাংলাদেশ ব্যুরো :
    এবার বাংলাদেশের ক্রিকেট তারকা সাকিব ইস্যুতে বিস্ফোরক এক টুইটে বলিউড তারকা কঙ্গণা প্রশ্ন তুলেছেন মন্দিরে এত ভয় কেন? আর সাকিবের ক্ষমা চাওয়া উচিত হয়নি বলে মন্তব্য করেছেন কোয়েল মল্লিক।

    বাংলাদেশের ক্রিকেট সেনসেশন
    সাকিবকে হত্যার হুমকি দেয়া হয়েছে, টাইমস নিউজ এর এমন একটি টুইট শেয়ার করে কঙ্গনা লিখেছেন, ‘মন্দিরকে এতো ভয় কেন? কোনও কারণ তো থাকবে? এমনি এমনি কেউ এত ঘাবড়ে যায় না।
    আমি তো সারাজীবন মসজিদে থাকলেও রাম নাম কেউ হৃদয় থেকে মুছে দিতে পারবে না। নিজেদের প্রার্থনায় বিশ্বাস নেই, নাকি হিন্দু অতীত তোমাদের মন্দিরের প্রতি আকর্ষিত করছে? প্রশ্ন করো নিজেকে’।

    অন্যদিকে, সাকিবের ক্ষমা চাওয়ায় আপত্তি তুলেছেন কলকাতার নায়িকা কোয়েল মল্লিক। কলকাতার জনপ্রিয় অভিনেত্রী তার টুইটারে লিখেছেন, ‘কেন তিনি ক্ষমা চেয়েছিলেন? তার অপরাধ কী ছিল? আমাদের জন্য এতো ঘৃণা, তবে কেন আপনি আমাদের কাজের অনুসরন করতে চান?’