|
---|
নিজস্ব সংবাদদাতা: পাহাড়ি গ্রাম ডুকা, এই গ্রামের প্রাকৃতিক শোভা বড় মনোরম। ভিউ পয়েন্ট থেকে প্রাকৃতিক দৃশ্য দেখতে দুর্দান্ত লাগে। চারিদিকে রয়েছে অপরূপ মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ। সারাদিনে এখানে মেঘের লুকোচুরি খেলা।
লাভা পেডিং যাবার রাস্তায় ১০ কিলোমিটার ডানদিকে পাহাড়ের কোলে গ্রাম ডুকা। বেশিরভাগ রাস্তায় পাকা এখানে, পর্যটকদের কাছে নিঃসন্দেহে অফবিট ডেস্টিনেশন। প্রাকৃতিক মনোমুগ্ধকর পরিবেশ অসাধারণ অনুভূতির সৃষ্টি করে। এই গ্রামে রয়েছে সাড়ে তিনশোর মতো বাসিন্দা, পাহাড়ের কোলে অবস্থিত এই গ্রামটিতে ঘুরে আশা যেতে পারে।