গ্রামে লোকালয়ে পোল্ট্রি ফার্ম যেন না হয় এই অভিযোগ তুলে এই দিন গ্রামবাসীরা সোচ্চার হলেন

মালদা ২৬ জুলাই: গ্রামে লোকালয়ে পোল্ট্রি ফার্ম যেন না হয় এই অভিযোগ তুলে এই দিন গ্রামবাসীরা সোচ্চার হলেন পাশাপাশি পোল্ট্রি ফার্ম বন্ধের দাবিতে পঞ্চায়েত ও প্রশাসনের কাছে গ্রামবাসীরা দাবিও জানান। খরবা গ্রাম পঞ্চায়েতের গোপালপুর গ্রামে ঘটনাটি ঘটেছে।
জানা যায় ,ওই গ্রামের শেখ দুলাল, আব্দুল মালেক ও আব্দুল কুদ্দুস নামে এই তিনজন ব্যক্তি গোপালপুর গ্রামে ভাই বন্ধু নামে একটি ফর্ম তৈরি করছে। ওই এলাকার গ্রামবাসীদের অভিযোগ এই ফার্মে পোল্ট্রি চাষ করা হবে। গ্রামের লোকাল এর মধ্যে এ পোল্ট্রি ফার্ম হতে গেলে পরিবেশ দূষণের পাশাপাশি ছড়াবে নানারকম পতঙ্গ বাহিত রোগ যার ফলে সমস্যায় পড়তে হবে এলাকার মানুষ থেকে শুরু করে ছোট ছোট বাচ্চাদের। ওই পোল্ট্রির ফার্ম বন্ধের দাবিতে পঞ্চায়েত ও প্রশাসনের কাছে অভিযোগ জানানোর পরেও এখনো পর্যন্ত ওই ফার্মের বন্ধের কোন উদ্যোগ নেয়নি প্রশাসন বলে অভিযোগ করছেন গ্রামবাসীরা।
যদিও এই বিষয়ে ওই ফার্মের এক কর্তা শেখ দুলাল জানান, গ্রামের কিছু যুবক গ্রামবাসীদের কে ভুল বুঝিয়ে মিথ্যা অভিযোগ নিয়ে আসছে আমাদের নামে। আমরা ওই স্থানে কোন পোল্ট্রি ফার্ম করছি না। ছাগল গরু ও দেশি মুরগির বাচ্চার ফার্ম তৈরি একটা পরিকল্পনা নিয়েছে। ওই ফার্ম করার জন্য আমরা বিভিন্ন প্রশাসনিক এর কাছ থেকে অনুমতি নিয়ে এবং প্রশাসনের কাছ থেকে ছাড়পত্র পাওয়ার পরই ওই স্থানে ওই ফার্ম তৈরি করা হয়। প্রশাসন চাইলে সরজমিনে তদন্ত করে তারপরই কোন উদ্যোগ নোক। চাঁচলের মহকুমা শাসকের কাছেও তারা অভিযোগ জানিয়েছেন | চাঁচলের এসডিও সব্যসাচী রায় বলেন , ” বাসিন্দাদের অভিযোগ পেয়েছি | বিডিও ও আই সিকেও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে |”