|
---|
বলু হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা:
১১ই জুলাই অনুষ্ঠিত হলো রায়দিঘি থানার বকুলতলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ডি এন নিউজ বাংলা চ্যানেলের ব্যবস্থাপনায় স্বেচ্ছায় রক্তদান শিবির ।
বর্তমানে করোনা নামক মারণ ব্যাধির কারণে লকডাউন, আর এই লকডাউনের মধ্যে দিয়ে সোশ্যাল ডিসটেন্স মেনটেন্স করে গুটি কয়েক রক্ত দাতা দের নিয়ে এই মুহূর্তের রক্তের সঙ্কট কে দূর করতে সাংবাদিক বন্ধু দের উদ্যোগে রক্ত দান শিবির । রায়দিঘি বিধানসভার বকুলতলায় আজ এই মহতী উদ্যোগে দেখা গেল আই সি রায়দিঘি অমিয় কুমার ঘোষ, বিধায়ক অলোক জলদাদা, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি জয় কৃষ্ণ ভান্ডারী, ডি এন নিউজ বাংলা চ্যানেলের কর্ণধার সাত্তার মীর সহ স্থানীয় প্রধান ও জনপ্রতিনিধি । রক্ত সংকট থেকে নিরাময় পেতে আজকের দিনে মুমূর্ষু রোগীর রক্ত সংকটে ও থালাসেমিয়া আক্রান্ত রোগীদের জীবন বাঁচাতে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার বাবুদের অক্লান্ত পরিশ্রমে তারা রক্ত সংগ্রহ করলেন। সাধারণ মানুষের এই রক্তদান কে উৎসবে পরিণত করার অলক্ষ্যে ডি এন নিউজ বাংলার আজকের মানব সেবায় ব্রতী হয়েছেন। কেবল চ্যানেলের মধ্যে সীমাবদ্ধ না থেকে মানুষের সাথে মানুষের পাশে থাকার লক্ষ্য নিয়ে আজকের এই মুহূর্তের রক্তদানে। দুই টি মিনিট করলে পরে একটি জীবন বাঁচে। মানবতা এখনো বেঁচে- আর তার জন্য আমরা পারি মুমূর্ষু রোগীকে বাঁচাতে। নিজের রক্ত দিয়ে কেবল বিনিময়ে নয় স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে এক অমূল্য জীবনকে আমরা বাঁচাতে পারি। আমাদের সমাজকে আমরা উজ্জীবিত করতে এবং মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে রক্তদান শিবিরের আয়োজন করি।