| |
|---|
যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান প্রবল খাদ্য সংকটের মধ্যে দিয়ে চলছে। তালিবানি শাসন এ থাকা আফগানিস্তানের জনসাধারণের বর্তমান পরিস্থিতি অত্যন্ত সঙ্কটজনক। তাই ভারত সরকারের তরফ থেকে জানানো হয়েছে আফগানিস্তানের খাদ্য সংকট মোকাবেলা করার জন্য খাদ্য সামগ্রী আফগানিস্তানের পাঠানো হবে। আগামী কিছুদিনের মধ্যে এই প্রক্রিয়া চালু হবে বলে জানা গিয়েছে ভারত থেকে 50 মেট্রিক টন গম পাঠানো হবে আফগানিস্তানে। আফগানিস্তানের ট্রাক চালকরা এই বিপুল পরিমান খাদ্য সামগ্রী ভারত থেকে পাকিস্তান হয়ে আফগানিস্তানে নিয়ে যাবে। এক মাসের মধ্যে পুরো প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানিয়েছে নয়াদিল্লি।


