|
---|
নতুন গতি প্রতিবেদনঃ সিএএ প্রতিবাদে দেশজুড়ে চলছে বিক্ষোভ৷এর আঁচ পরেছিল বাংলাতেও। এর জেরে রাজ্যের বিভিন্ন রেল স্টেশন গুলিতে চলে হামলা।যার ফলে ব্যাহত হয় রেল পরিষেবা। উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয় পরেছিল। ধীরে ধীরে পরিষেবা স্বাভাবিক করতে উদ্যোগ নেয় রেল। রেল সূত্রে জানানো হয়েছে, আজ তথা বৃহস্পতিবার থেকে নির্দিষ্ট সময় ও পথেই ফের চলাচল শুরু করবে উত্তরবঙ্গ এক্সপ্রেস, নিউ জলপাইগুড়ি-হাওড়া শতাব্দি এক্সপ্রেস, ও দার্জিলিং মেল।
পাশাপাশি, এদিন সকালেই শিয়ালদা থেকে নির্দিষ্ট সময়েই রওয়ানা দিয়েছে শিলচরগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। কলকাতা স্টেশন থেকে নির্দিষ্ট সময়েই ছেড়েছে বালুরঘাটগামী তেভাগা এক্সপ্রেসও। হাওড়া থেকে নির্দিষ্ট সময়ে ছেড়েছে গৌহাটিগামী সরাইঘাট এক্সপ্রেস। রাতে শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ির পথে বিশেষ ট্রেন হিসাবে রওয়ানা দেবে দার্জিলিং মেলও।