“ইউক্রেনে যা চলছে তা একদম ঠিক”: অভয় কুমার সিং

নতুন গতি নিউজ ডেস্ক: রাশিয়ার হঠাৎ আক্রমণে বিধ্বস্ত হয়ে পড়েছে ইউক্রেন। এই মুহূর্তে দেশের পরিস্থিতি জটিল। দেশের মানুষ কার্যত দিশেহারা। কূটনৈতিক মহলে চলছে নানান আলোচনা। হস্তক্ষেপ করছে রাষ্ট্রপুঞ্জ। এই মুহূর্তে ভারতের অনেকে আটকে রয়েছেন ইউক্রেনে। তার মধ্যে অনেকেই মেডিকেল পড়ুয়া। গতকাল রাশিয়ার হামলার মুখে পড়ে মৃত্যু হয়েছে এক ভারতীয় মেডিক্যাল পড়ুয়া ২১ বছরের নবীন শেখরাপ্পার। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দলের সদস্য এবং বিধায়ক একজন ভারতীয় বংশোদ্ভূত। তাঁর নাম ডক্টর অভয় কুমার সিং, এবং তিনি পুতিনের সমস্ত পদক্ষেপের পক্ষের সওয়াল করেছেন।

    ভারতে বিধায়কের যা দায়িত্ব, রাশিয়ায় একই দায়িত্বপ্রাপ্ত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দলের এক সদস্য হলেন ডক্টর অভয় কুমার সিং। তিনি রাশিয়ার পশ্চিমের শহর কুরস্কের বিধায়ক। তাঁর দাবি, রাশিয়ার ইউক্রেনকে আক্রমণ একদমই সঠিক হয়েছে। সম্প্রতি ভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ইউক্রেনকে আলোচনার বহু সময় দেওয়া হয়েছিল, কিন্তু তা না হওয়াতেই রাশিয়া আক্রমণের সিদ্ধান্ত নিয়েছে।

    ভারতীয় বংশোদ্ভূত রাশিয়ার এই বিধায়ক অবশ্য ইউক্রেনে রাশিয়ার নিউক্লিয়ার হামলার কথা অস্বীকার করেছেন। তাঁর দাবি, ইউক্রেনে নিউক্লিয়ার অস্ত্রের প্রদর্শন শুধুমাত্র এটা দেখার জন্য যে, অন্য কোনও দেশ রাশিয়ার বিরুদ্ধে কিনা। তাঁর কথায়, ‘পরমাণু হামলা নিেয় উদ্বেগের কোনও কারণ নেই। প্রেসিডেন্ট পুতিন পরিষ্কার জানিয়েছেন, পরমাণু অস্ত্র প্রদর্শন শুধুমাত্র অন্য কোনও দেশ রাশিয়ার বিরুদ্ধে কিনা তা জানার জন্য। যদি অন্য কোনও দেশ আমাদের আক্রমণ করে, তাহলে রাশিয়া সবরকম ভাবে সেখানে হামলা চালাবে।’

    ডক্টর অভয় কুমার সিং বিহারের পটনায় জন্মেছিলেন। তিনি প্রায় ৩০ বছর আগে রাশিয়াতে গিয়েছিলেন। ১৯৯১ সালে রাশিয়াতে গিয়ে মেডিসিন নিয়ে পড়াশোনা করেন তিনি। পটনার লয়োনলা হাই স্কুল থেকে পড়াশোনা করে রাশিয়ার কুরস্ক স্টেট মেডিক্যাল ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েশন করেছেন তিনি। পটনায় ফিরে কিছুদিন ডাক্তারিও করেছেন তিনি। পরে রাশিয়া ফিরে নিজের ওষুধের ব্যবসা করেন। ২০১৫ সালে ভ্লাদিমির পুতিনের দলে যোগ দেন তিনি এবং ২০১৮ সালে ভোটে জয়ী হয়ে কুরস্কের বিধায়ক নির্বাচিত হন।