ফের বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে জখন শিশু

নিজস্ব প্রতিবেদক:-ফের বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে জখন শিশু। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার উস্থি এলাকায়। সেখানেই খেলার সময় আচমকাই একটি বোমাকে বল ভেবে খেলতে যায় ২ শিশু। সেই সময়ই তা ফেটে গুরুতর জখম হয় তারা। এই ঘটনার পর ডায়মন্ড হারবারের এসডিপিও মিঠুন দের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এলাকায় তল্লাশি চালায়। এলাকার এক বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একটি ওয়ান শাটার, ৫ রাউন্ডের কার্তুজ,  বোমা ৬টি। পুলিশ জানিয়েছে বেশ কয়েকদিন ধরেই ডায়মন্ড হারবার পুলিশ জেলার মধ্যে বেআইনি অস্ত্রের বিরুদ্ধে তল্লাশি চালানো হচ্ছে। এখনও পর্যন্ত প্রায় ৫০ টি বোমা, ৭-৮ কেজি বোমা তৈরির মসলা ও ২৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয় হয়েছে। এখনও জেলাজুড়ে তল্লাশি চলছে। পাশাপাশি উস্থিতে বাড়ির মালিকের খোঁজে এলাকায় চলছে তল্লাশি।বারুদের স্তূপে বগটুই! এবার রামপুরহাটের বগটুই গ্রামে মাটি খুঁড়ে বালতিভর্তি বোমা উদ্ধার করল বম্ব ডিসপোজাল স্কোয়াড। পুলিশের দাবি, স্থানীয় বাসিন্দাকে জিজ্ঞাসাবাদে জানা যায়, ভাদু শেখ খুনে মূল অভিযুক্ত পলাতক পলাশ শেখের বাড়ির পাশে মাটিতে পোঁতা রয়েছে বোমা। খবর পেয়ে এদিন গ্রামে যায় সিবিআই ও বম্ব ডিসপোজাল স্কোয়াড। রামপুরহাটের এসডিপিও ধীমান মিত্রর নেতৃত্বে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। যায় দমকলও। মাটি খুঁড়ে বালতির মধ্যে বোমা উদ্ধার হয়। কাঠের পাটাতন দিয়ে ঢেকে তার ওপর মাটি চাপা দেওয়া হয় বলে পুলিশ জানিয়েছে। এই মুহূর্তে বোমাগুলি নিষ্ক্রিয় করার কাজ চলছে। প্রসঙ্গত, গতকাল সকাল থেকেই বোমার মজুত থাকার খোঁজ পেয়ে তল্লাশি শুরু হয়েছিল।২১ মার্চের রাতে ভয়ঙ্কর হত্যাকাণ্ড ঘটে রামপুরহাটের বগটুই গ্রামে। দগ্ধ হয়ে ৯ জনের মৃত্যু হয়েছিল। যার কিছুক্ষণ আগে খুন হয়েছিলেন তৃণমূলের উপপ্রধান ভাদু শেখ। যে খুনের আক্রোশ নিতেই কি ভাদু অনুগামীরা পাল্টা আগুন লাগিয়ে দিয়েছিল গ্রামে বিরোধী বলে পরিচিতদের বাড়িতে? সেই নিয়েই চলছে তোলপাড়। ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের নির্দেশে যে ঘটনার তদন্ত শুরু করেছে সিবিআই। তদন্তকারীদের তরফে মনে করা হচ্ছে, রামপুরহাট হাসপাতাল, বগটুই মোড় ও ভাদু শেখের বাড়ির কাছে থাকা তিনটি সিসিটিভি-র ফুটেজেই লুকিয়ে রয়েছে রাজ্যকে নাড়িয়ে দেওয়া রামপুরহাট হত্যাকাণ্ডের যাবতীয় সূত্র।