|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: “সরকারি মৃত্যুর পরিসংখ্যান যা, তা থেকে প্রায় দশগুণ বেশি সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে” ভারতে কোভিড মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর রিপোর্ট তুলে ধরলো WHO।
রিপোর্টে বলা হয়েছে “ভারতে কোভিডের জেরে মৃত্যু হয়েছে আরও প্রায় ৪৭ লক্ষ মানুষের। ভারতে মৃত্যুর যা স্বাভাবিক অঙ্ক, তার থেকে ১৩ শতাংশ বেশি বৃদ্ধি পেয়েছে কোভিড কালে। ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ২০২১ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে ভয়াবহ পরিস্থিতি উঠে এসেছে।”
যদিও এই দাবিকে কার্যত খারিজ করে দিয়েছে ভারত সরকার। প্রশ্ন তোলা হয়েছে গণনা পদ্ধতি নিয়ে।