আমেরিকার দাবি করে আসছিল চিনের গবেষণাগার থেকে ছড়িয়েছে করোনাভাইরাস। এটি ম্যানমেড। আমেরিকার এই দাবিকে ভুল প্রমাণিত করে করোনাভাইরাস কীভাবে এল তার ব্যাখ্যা দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু

আমেরিকার দাবি করে আসছিল চিনের গবেষণাগার থেকে ছড়িয়েছে করোনাভাইরাস। এটি ম্যানমেড। আমেরিকার এই দাবিকে ভুল প্রমাণিত করে করোনাভাইরাস কীভাবে এল তার ব্যাখ্যা দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু।

    নতুন গতি ওয়েব ডেস্ক:
    শুক্রবার এক অনলাইন সাংবাদিক সম্মেলনে সংস্থাটির হেলথ ইমার্জেন্সিস প্রোগামের প্রধান মাইকেল রায়ান জানান, প্রাণঘাতী এই ভাইরাস কোনও গবেষণারে নয়, বরং এটি প্রাকৃতিকভাবেই তৈরি হয়েছে।

    রাযান বেলন, রাষ্ট্রসংঘের স্বাস্থ্য সংস্থা ভাইরাসটির সিকোয়েন্স নিয়ে কাজ করা গবেষকদের কাছে এ বিষয়ে বহুবার জানতে চেয়েছে। তারা আমাদের নিশ্চিত করেছেন যে, ভাইরাসটি প্রাকৃতিকভাবে উদ্ভূত।

    প্রাণীদেহ থেকেই মানুষের শরীরে এটি প্রবেশ করেছে বলে শুরু থেকে গবেষকরা জানিয়ে আসছেন। কিন্তু কীভাবে বনপ্রাণী থেকে মানবদেহে এই ভাইরাস সংক্রমণ ছড়ালো সেটাই জানা এখন সবচেয়ে বেশি জরুরি বলে মনে করা হচ্ছে। একই ঘটনা অন্য কোথাও ঘটা প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা যাবে।

    তবে অতিমারির জন্য চিন সরকার পাশাপাশি হু-র কড়া সমালোচনায় মুখর হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।পাশাপাশি চিনের ঘনিষ্ঠ হয়ে ভাইরাসের বিষয়ে বিশেষ তথ্য লুকিয়ে যাওয়ার অভিযোগ আনা হয় হু প্রধানের বিরুদ্ধে।তবে আমেরিকার বিরুদ্ধে পালটা অভিযোগ তুলেছে টেড্রস আধাম ঘেব্রেইয়েসাসু। তিনি বলেন, করোনা অতিমারি আকারে ছড়িয়ে পড়ার কারণ বিশ্বনেতাদের ব্যর্থতা।তিনি বলেন, এ মহামারি ঠেকানোর জন্য চিন ছাড়াও বিশ্বের বাকি দেশেগুলির কাছে পর্যাপ্ত সময় পেয়েছিল। জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্যমতে, গত চার মাসে বিশ্বের অন্তত ১৮৫টি দেশে ছড়িয়ে পড়েছে নোভেল করোনাভাইরাস