মানবিক দেওয়াল ও পথচারীদের শীত বস্ত্র তুলে দিলেন নিন্দা ও প্রতিবাদ গ্রুপ

মহম্মদ রিপন, নতুন গতি :

    শীতের কনকনে ঠান্ডায় পথচারী অনেক মানুষ রাস্তার ধারে ঘুমিয়ে পড়েন এবার সেই মানুষগুলোর জন্যই পথে নামল মুরার‌ইয়ের স্বেচ্ছাসেবী সংস্থা নিন্দা ও প্রতিবাদ গ্রুপ। তারা রেলস্টেশন থেকে শুরু করে ফুটপাতে যে মানুষগুলো কনকনে ঠান্ডায় খোলা আকাশের নিচে রাত কাটায় তাদের হাতে তুলে দিল কম্বল।সাথে এই মানুষ গুলো যাতে বিনা পয়সায় সব সময় তাদের প্রয়োজনীয় পোশাক পেয়ে যায় সেই উপলক্ষে মুরারয় তারা খুলে দিল মানবিক দেওয়াল নামক একটি প্রকল্প।যেখান থেকে অসহায় দরিদ্র মানুষগুলো নিজের প্রয়োজনমতো কাপড় সংগ্রহ করতে পারে আবার নিজের ইচ্ছামত নিজের পোশাক রে কেউ আসতে পারে। এই প্রকল্পের জন্য খুব প্রশংসা করেছেন মুরার‌‌ই বাসি। এই প্রকল্পের উদ্বোধন করেন সমাজসেবী দিলীপ পিঁপড়া। নিন্দা ও প্রতিবাদ গ্রুপের সভাপতি মফিজুল শেখ ও সেক্রেটারী আব্দুল মান্নান বাবু সেখানে উপস্থিত ছিলেন। কোষাধক্ষ্য মেহেবুব হকের কথায় আমরা ভবিষ্যতে এই ধরনের আরও প্রকল্প বীরভূমের বিভিন্ন জায়গায় করার পরিকল্পনা নিয়েছে খুব তাড়াতাড়ি সেগুলো বাস্তবায়িত হবে।