|
---|
বাবলু হাসান লস্কর দক্ষিণ চব্বিশ পরগনা: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন শেষ হয়েছে আগামী 2 রা মে ফল ঘোষণা। গননা কেন্দ্রে যাওয়ার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের কাউন্টিং এজেন্ট দের করোনা টেস্ট রিপোর্ট না নিয়ে গেলে নির্বাচন কমিশনের কর্মীরা গণনা কেন্দ্রে ঢুকতে দেবেন না। তাই প্রতিটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আজ লক্ষ্য করা গেল করোনা টেস্ট করাতে আশা রাজনৈতিক দলের এজেন্ট দের লম্বা লাইন। একের পর এক রাজনৈতিক ব্যক্তিত্ব তারাই আসছেন টেস্ট করে বাড়ীর পথে রওয়ানা দিচ্ছেন । এই মূহুর্তে টেস্ট করতে গিয়ে রিপোর্ট মিলছে পজেটিভ। তবেই সংখ্যাটি নগণ্য ।
যে সমস্ত ব্যক্তি পজেটিভ রিপোর্ট পাচ্ছেন । তাদেরকে এই মুহূর্তে গ্রামীন হাসপাতালের ডাক্তার বাবু ও রাজনৈতিক দলের কর্মী দের সহযোগিতায় হোম কোয়ারেন্টাইনের ব্যবস্থা করছেন। নেগেটিভি ব্যক্তিরা তারাই আগামী দুই তারিখে কাউন্টিং এ যাওয়ার ছাড়পত্র মিলবে। এ যেন এক উৎসবের মেজাজে ।