|
---|
নিজস্ব সংবাদদাতা: পিকআপ ভ্যানে আদার বস্তার আড়ালে হচ্ছিল কাঠ পাচার । তবে শেষ রক্ষা হল না । দূর্ঘটনার কবলে পড়ল আদা ও কাঠ ভর্তি পিকআপ ভ্যান । শিলিগুড়ি মহকুমার বাগডোগরার হাঁসখোয়ার টুনামোড় এলাকার ঘটনা । শিলিগুড়ি থেকে ঘোষপুকুর যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনার শিকার হয় পিকআপ ভ্যানটি ।
পিকআপ ভ্যানটির ভেতরে আদার বস্তা সহ কাঠ উদ্ধার করেছে বনবিভাগ । সূত্রে অনুযায়ী , কাঠ পাচারের ছক কষেছিল পাচারকারীরা । তবে বৃষ্টির জেরে দূর্ঘটনা ঘটে ।ঘটনাস্থল থেকে পালিয়ে যায় পাচারকারীরা । খবর পেয়ে বাগডোগরা পুলিশ ও বাগডোগরা বনদপ্তর ঘটনাস্থলে পৌঁছে পিকআপটি ক্রেনের মাধ্যমে উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়েছে বনবিভাগ । তবে এখন ও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি । বাজেয়াপ্ত হয়েছে ৮০ সিএফটি কাঠ । গাড়ির চালকের খোঁজ শুরু করেছে পুলিশ ।