|
---|
নিজস্ব সংবাদদাতা : বাঙালির বারো মাসে তেরো পার্বণ। একের পর এক পুজো লেগেই থাকে। এরইমধ্যে এদিন বর্ধমান দু’নম্বর ব্লকের জোতরাম এলাকায় হল মোড়ক চন্ডি মায়ের পুজো। প্রত্যেক বছর এই সময় এলাকায় পূজিত হন দেবী মোড়ক চন্ডি। একইভাবে এদিনও পুজো হল মোড়ক চন্ডির। প্রায় ৫০০ বছর ধরে এই পুজো হয়ে আসছে জোতরাম এলাকায়। আজও জাকজমক সহকারেই পুজো হয় এলাকায়।
দূরদূরান্ত থেকে ভক্তরা আসেন পুজো দিতে। আশপাশের চার পাঁচটি গ্রাম থেকে বহু মানুষ আসেন পুজো উপলক্ষে।দীর্ঘ দু বছরও কার্যত বন্ধ ছিল পুজো। করোনার জেরে বন্ধ ছিল জোতরাম এলাকার মোড়ক চন্ডি পুজোও। তবে দীর্ঘদিন পর এবছরও ফের পুজো হচ্ছে এলাকায়। খুশি স্থানীয়রা। এদিনও পুজো উপলক্ষে ভিড় ছিল চোখে পড়ার মতো। এলাকায় মেলাও বসে এই পুজো ঘিরে। বসন্ত কালে নানা রকম রোগ ব্যাধি হতে দেখা যায়। মূলত সেই রোগ ব্যাধি থেকে সাধারণ মানুষকে সুস্থ করতেই এই পুজো করা হয় বলে জানান পুজো উদ্যোক্তার। পুজো কমিটির সদস্য স্বপন জস বলেন, “মা মোড়ক চন্ডি খুব জাগ্রত। ভক্তদের সমস্ত মনস্কামনা পূরণ হয় বলে কথিত আছে। প্রায় ৫০০ বছর ধরে এই পুজো হয়ে আসছে। অসংখ্য ভক্ত আসেন পুজো দিতে। মেলাও হয় এখানে।” পুজো দিতে আসা মন্দিরা সামন্ত নামে এক ভক্ত বলেন, প্রতি বছরই এদিন যেখানেই থাকুন, পুজো দিতে ঠিক আসেন তিনি। তাঁর নাকি অনেক আশাই পূরণ করেছে মা মোড়ক চন্ডি। ফলে বার বার মায়ের টানে তিনি ছুটে আসেন মায়ের চরণে।