|
---|
রতুয়া,শেখ সাদ্দাম: দীর্ঘ বছর ধরে রীতি রেওয়াজ মেনে চলে আসছে নাম যজ্ঞ ও লীলা কীর্তন। প্রতিবছরের মতো এবছরও রীতি রেওয়াজ মেনে পালিত হল নাম যজ্ঞ লীলা কীর্তন অনুষ্ঠান।
এ উপলক্ষে রতুয়া ২নং ব্লকের আড়াই ডাঙ্গা অঞ্চলে অবস্থিত গোবরজনা কালী মন্দির প্রাঙ্গণে। এক মেলা বসে ,অনুষ্ঠানকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গণে দূর-দূরান্ত থেকে আগত ভক্তদের সমাগম চোখে পড়ে।
এদিন সকাল থেকেই মন্দিরে পুজো ও নাম যজ্ঞ, নিষ্ঠার সাথে চলে এই উপলক্ষে একটি কলস যাত্রা ও বের করা হয়।
জানা যায়, ব্রহ্মচারী ঘন্টি বাবা নামে এক সিদ্ধপুরুষ জগতের শান্তির উদ্দেশ্যে। রাসপূর্ণিমার পূণ্য তিথিতে যজ্ঞ করেছিলেন সেই থেকে আজ অব্দি ধর্ম রীতি-রেওয়াজ মেনে চলে আসছে।