|
---|
রতুয়া, শেখ সাদ্দাম: গত এক বছর ধরে তিন কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলনে অনড় ছিলেন কৃষকরা। দিল্লি-পঞ্জাব সীমানায় দীর্ঘদিন ধরে কৃষকদের এই অবস্থান বিক্ষোভে দফয়া দফয়া উত্তাল হয়ে উঠেছিল দেশ। যার নেতৃত্বে ছিলেন রাকেশ তিকাইত, হান্নান মোল্লার মতো কৃষক নেতারা।এই দীর্ঘ আন্দোলন চলাকালীন প্রাণ হারিয়েছেন বহু কৃষক
দীর্ঘদিন আন্দোলন চালানোর পর আজ তাদের জয়ের দিন,দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করে তিন কৃষি আইন বাতিলের কথা আজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।
আর কৃষকদের দীর্ঘ লড়াইয়ের পর,এই সবচাইতে বড় জয় কৃষকদের এই জয়ে শামিল হল,রতুয়া ১ ব্লক তৃণমূল ছাত্র পরিষদ আজ রতুয়া ১ ব্লক তৃণমূল ছাত্র পরিষদ পক্ষ থেকে মাঠে কর্মরত কৃষকদের মিষ্টিমুখ কড়াই তাদের সাথে আনন্দ ভাগ করে নেই।