যুব কংগ্রেসের যোগদান সভা মুরারই কংগ্রেস ভবনে

সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- পঞ্চায়েত ভোট দোরগোড়ায় কড়া নাড়ছে।সেই হিসেবে রাজনৈতিক দলগুলোর মধ্যে ও চলছে ভোটার তথা জনগনকে নিজেদের দলে টেনে ভোট ব্যাঙ্ক শক্তিশালী করার পর্ব। অনুরূপ রবিবার বীরভূমের মুরারই এক নম্বর ব্লকের রাজ গ্রাম অঞ্চল থেকে প্রায় তিন শতাধিক তৃণমূল কর্মী যুব কংগ্রেসে যোগদান করেন বলে দলীয় সূত্রে জানা যায়।এদিন মুরারই কংগ্রেস ভবনে যুব কংগ্রেসে যোগদান সভার আয়োজন করা হয়।বীরভূম জেলা যুব কংগ্রেসের সভাপতি নাসিরুল সেখ তৃনমূল ছেড়ে আসা আগত কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন।এবং তিনি দলীয় কর্মীসহ যোগদানকারীদের উদ্দেশ্যে বর্তমানে তৃণমূল কংগ্রেসর দুরবস্থার বিভিন্ন কথা তুলে ধরেন। আগামী দিনে তৃণমূল কংগ্রেস দলটি আর থাকছে না তার কারণ মানুষের কাছে এই দলটি তাদের গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেছে। একে একে নেতা থেকে মন্ত্রী সকলেই জেলে যাচ্ছে। আগামী দিনে আরোও দেখতে পাবেন একটাও চোর বাদ থাকবে না, সকলেই জেলে যাবে। কংগ্রেসের বিকল্প অন্যকোনো দল হতে পারে না, একমাত্র কংগ্রেস হচ্ছে গণতান্ত্রিক দল ।আগামী দিনে দেশের অর্থনৈতিক ব্যবস্থা ফিরিয়ে আনতে পারবে একমাত্র কংগ্রেস দলটি।সমগ্র বীরভূম জুড়ে দেখতে পাবেন তৃণমূল দলের ভাঙ্গন।কংগ্রেস পঞ্চায়েতে ভালো ফল করবে এবং বিধানসভা ও লোকসভাতেও ভালো ফল করবে। উপস্থিত ছিলেন মুরারই এক নম্বর ব্লক এর কার্যকারী সভাপতি মফিজুল খান, মুরারই বিধানসভার যুব সভাপতি সোলেমান শেখ,জেলা যুব কংগ্রেসের সহ-সভাপতি টিপু মিয়া, নলহাটি এক নম্বর ব্লক কংগ্রেস সভাপতি সাদ্দাম দেওয়ান, মুরারই এক নম্বর ব্লক যুব সভাপতি মফিজুল শেখ, মুরারই এক নম্বর ব্লক সভাপতি মোতাহার হোসেন সহ অন্যান্য কংগ্রেস নেতৃবৃন্দ।