|
---|
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: কলকাতার গোলপার্কের রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব্ কালচারের সহযোগিতায় মেদিনীপুর সদর ব্লকের গোপীনাথপুরের শ্রী শ্রী সারদা আশ্রমে বুধবার অনুষ্ঠিত হলো বিবেকানন্দ ভাবানুরাগী যুব সম্মেলন। সম্মেলনের শুরুতে বৈদিক স্তোত্র পাঠের পাশাপাশি রামকৃষ্ণ,মা সারদা ও বিবেকানন্দের প্রতিকৃতিতে অর্ঘ অর্পণ করা হয়। আশ্রমের পক্ষে স্বাগত ভাষণ দেন প্রব্রাজিকা সুলভা। স্বামী বিবেকানন্দের ভাবাদর্শ অনুযায়ী ছাত্র ও যুব সমাজের দায়িত্ব,কর্তব্য ও জীবনযাপন বিষয়ে বক্তব্য রাখেন লালগড় রামকৃষ্ণ মঠ ও মিশনের স্বামী দেববরানন্দজী মহারাজ, মেদিনীপুর হোমিওপ্যাথি মেডিকেল কলেজের অধ্যক্ষ চিকিৎসক ডাঃ শ্রীমন্ত সাহা, জিরাট হাইস্কুলের শিক্ষক অরুণ বেরা প্রমুখ।স্বামী দেববরানন্দজী ছাত্র ছাত্রীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত হরিশপুর দেশপ্রাণ হাইস্কুলের প্রধান শিক্ষক চন্দ্রশেখর পন্ডা, চুয়াডাঙ্গা হাইস্কুলের শিক্ষক সুদীপ কুমার খাঁড়া,আমদই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সোমনাথ হালদার ,আশ্রমের প্রব্রাজিকাগণ, ক্ষীরপাই সারদা আশ্রমে অতিথি প্রব্রাজিকাগণ, আশ্রমের শুভানুধ্যায়ীরা অন্যান্য বিশিষ্ট জনেরা।
গান,কবিতা, বক্তব্যে অংশ নেন ছাত্র-যুব প্রতিনিধি অনন্যা সামন্ত,প্রিয়াংকা ভূঞ্যা,সাথী রাখী রানা,প্রতিমা রাণা,পুষ্পেন্দু বিকাশ পাল প্রমুখ। স্থানীয় চুয়াডাঙ্গা হাইস্কুল, হরিশপুর দেশপ্রাণ হাইস্কুলসহ সহ বিভিন্ন স্কুল-কলেজের শতাধিক ছাত্র যুব প্রতিনিধি এই সম্মেলনে অংশ নেন। গোটা অনুষ্ঠানটি তত্ত্বাবধানের পাশাপাশি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান আশ্রমের প্রধান প্রব্রাজিকা বেদবতী। অনুষ্ঠান সঞ্চালনা করেন অনন্যা সামন্ত।