|
---|
উদ্ধার ১৮টি তাজা বোমা, ২টি আগ্নেয়াস্ত্র সহ একটি বাইক, নতুন করে অশান্তি বসিরহাটের হাড়োয়ায়
আলম সেখ, নতুন গতি : পুনরায় অশান্তি বসিরহাটের হাড়োয়ায়, গতকাল ৭ সেপ্টেম্বর সোমবার ছিল সেপ্টেম্বর মাসের প্রথম লকডাউন, সকাল থেকেই চলছিল রাজ্য জুড়ে সম্পূর্ণভাবে লকডাউন। লকডাউনের মধ্যেই পুলিশ সক্রিয়তায় বসিরহাটের মহকুমা হাড়োয়া এলাকায় উদ্ধার দেশী বোমা সহ একাধিক আগ্নেয়াস্ত্র। মাত্র তিনদিন আগে শনিবার ৫ই সেপ্টেম্বর এই বসিরহাটের হাড়োয়ায় এলাকার এস.এস. মার্কেটের আশেপাশে তৃণমূলের মিছিলকে কেন্দ্র করে দুই বিরোধী গোষ্ঠীর সংঘর্ষ বাধে। শনিবার বিকেলের এই সংঘর্ষে জখম হয় প্রায় ১০ জন। গোষ্ঠীদ্বন্দ্ব চলাকালীন স্থানীয় দোকানপাট ভাঙচুরের পাশাপাশি দুষ্কৃতীরা বেশ কিছু বাইকও ভাঙচুর করে বলে অভিযোগ। এই ঘটনার ঠিক ৪০ ঘণ্টা পরেই সেই একই এলাকা থেকে তাজা বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়ায় নতুন করে ব্যাপক পরিণাম অশান্তি ছড়িয়েছে হাড়োয়া ব্রিজ সংলগ্ন মার্কেট এলাকায়।
গতকাল সোমবার ৭ই সেপ্টেম্বর দুপুর বারোটা নাগাদ বসিরহাটের হাড়োয়া ব্রিজ সংলগ্ন এস.এস মার্কেট এলাকায় ১৮ খানা তাজা দেশি বোমা এবং দুটো একনলা বন্দুক সহ একটি চোরাই বাইক উদ্ধার করেন হাড়োয়া থানার পুলিশ।
কাল থেকেই ঘটনার তদন্তে নেমেছে স্থানীয় পুলিশ প্রশাসন। লকডাউনের মধ্যেই কে বা কারা এলাকায় ঢুকে বোমা ফেলে নতুন করে আতঙ্ক তৈরি করার চেষ্টা করছিল তারই খোঁজ শুরু করেছে পুলিশ। হাড়োয়া থানা সূত্রে জানানো হয় এসব বহিরাগত দুষ্কৃতীদের কাজ বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হলেও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছুই নিশ্চিত করে বলা যাবে না বলেই জানানো হয়েছে । পুনরায় বড়সড় অশান্তি সৃষ্টি করার উদ্দেশ্য দেখে অশান্তি দমন করার জন্য ঘটনাস্থলে হাড়োয়া থানার তরফে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করে রাখা হয়েছে ।