ঝাড়গ্রামের পর মেদিনীপুর, খড়্গপুরেও লকডাউন

নতুন গতি নিউজ ডেস্ক: করোনা সংক্রমণের কারণে মেদিনীপুর ও খড়্গপুর পুরসভা এলাকায় কার্যত লকডাউন ঘোষণা করল প্রশাসন। দু’টি পুরসভা এলাকায় সম্পূর্ণ রূপে কনটেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করেছে প্রশাসন। এই কঠোর বিধিনিষেধ চলবে ১৪ জুলাই পর্যন্ত। অর্থাৎ কাল থেকে টানা ৮ দিন।শুধু পুরসভা এলাকা নয়, বিভিন্ন ব্লকেও রয়েছে একাধিক মাইক্রো কনটেইনমেন্ট জোন ও কনটেইনমেন্ট জোন। যার মধ্যে সব থেকে বেশি কনটেইনমেন্ট জোন ঘাটাল থানা এলাকায়। তারপরই নারায়ণগড় ও বেলদা থানা এলাকা। তারপর কেশিয়াড়ি। এই সব জায়গাতেও চলবে লকডাউন। কোথায় কোথায় লকডাউন চলবে দেখে নিন।