|
---|
নতুন গতি ওয়েব ডেস্ক:সোমবার আবারও কেঁপে উঠল বাণিজ্যনগরী। আজ সকাল ৮টা নাগাদ মৃদু ভূকম্পন অনুভূত হয় মুম্বইতে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৫। মুম্বই থেকে ১০২ কিলোমিটার উত্তরে এই ভূমিকম্পের কেন্দ্র বলে জানা গিয়েছে। যদিও প্রাণহানির ও ক্ষয়ক্ষতির কোনও খবর নেই।অন্যদিকে এর আগে এর আগে গত শনিবার সকালেও ভূমিকম্পে কেঁপে ওঠে উত্তর মুম্বই। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে ভূমিকম্প অনুভূত হয় মুম্বই ও নাসিকে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির দেওয়া তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ২.৭। কম্পনের কেন্দ্র মুম্বইয়ের ৯৮ কিলোমিটার উত্তরে। এছাড়া তার আগে অর্থাৎ শুক্রবার রাত ১১টা ৪১ মিনিট নাগাদ নাসিকেও কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪। নাসিক শহরের ৯৮ কিলোমিটার পশ্চিমে এই ভূমিকম্পের কেন্দ্র। এরপর ফের দ্বিতীয়বার কম্পন অনুভূত হয় পরদিন অর্থাৎ শনিবার ভোর ৫ টা ১২ মিনিট নাগাদ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৬। নাসিক শহরের ৯৫ কিলোমিটার পশ্চিমে ছিল ভূমিকম্পের কেন্দ্র। ভূমিকম্পের জেরে নাসিক সহ তার পার্শ্ববর্তী এলাকা কেঁপে ওঠে। আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। যদিও কম্পন বেশিক্ষণ স্থায়ী হয়নি।পরপর ভূমিকম্পের ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে গোটা বাণিজ্য নগরী জুড়ে। সকাল হতেই আতঙ্কে সাধারণ মানুষ ঘর থেকে বেরিয়ে আসেন।একদিকে করোনা ভাইরাসের জেরে নাজেহাল মানুষ। আর তার মধ্যেই এই নতুন বিপদ।যেখানে করোনা ভাইরাস রুখতে সামাজিক দূরত্বের কথা বার বার বলা হচ্ছে।কিন্তু ভূমিকম্পের আতঙ্কে সাধারণ মানুষ ঘর থেকে বাইরে বেরিয়ে একত্র জড়ো হচ্ছেন বলে জানা যায়।তবে শুধু সেপ্টেম্বরেই নয় গত আগস্ট মাসেও বেশ কয়েকবার ভূমিকম্প হয় মহারাষ্ট্র, দিল্লি, জম্মু-কাশ্মীর, ঝাড়খন্ড, তামিলনাড়ু সহ একাধিক রাজ্যে ভূমিকম্প হয়।তবে এইভাবে ছোট ছোট ভূমিকম্প লাগাতার হওয়া যে মোটেও ভালো না তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন ভূবিজ্ঞানীরা।