2023-রায়দিঘী কলেজে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন হল

রায়দিঘী:MD.Nur:এদিন রায়দিঘী কলেজের তৃণমূল ছাত্র পরিষদের ব্যবস্থাপনায় এক অনাড়ম্বর পরিবেশে নবাগত ছাত্র ছাত্রীদের স্বাগত জানাতে নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন সকাল দশটা থেকে কলেজের অধ্যক্ষ উপস্থিতিতে প্রথম পর্যায়ের অনুষ্ঠানের সূচনা হয়। এতে ছাত্রছাত্রীদের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন বক্তারা। নবীন ও প্রবীণ ছাত্রদের উদ্দেশ্যে শিক্ষামূলক বক্তব্য রাখেন অধ্যক্ষ অধ্যাপিকা সহ অতিথিরা‌। শুরুতে উদ্বোধনী সংগীত পরিবেশন করেন রায়দিঘী কলেজের অধ্যাপক। এই অনুষ্ঠানে ছিল সংস্কৃতি, নিত্য, নাটক ও বিভিন্ন প্রতিযোগিতা। এসব পরিচালনা করেন তৃণমূল ছাত্র পরিষদ। প্রতিবছরের মত রায়দিঘী কলেজের ২০২৩ নবীন বরণের সোশ্যাল অনুষ্ঠানের আয়োজন করা হয় এ দিন। উপস্থিত শিক্ষক-শিক্ষিকাদের সম্বর্ধনা ও বাৎসরিক ও ক্রীড়াযোগিতা, বিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় রায়দিঘী কলেজের সকল ছাত্র-ছাত্রীদের পুরস্কার বিতরণ ও শুভেচ্ছা জানানো হয়। এই অনুষ্ঠানের সভাপতি জানান আগামী শিক্ষাবর্ষে তারা তাদের পরিচিত ও আত্মীয়দের যেন রায়দিঘী কলেজে ভর্তির জন্য যথাযথ উদ্যোগ নেন। ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতেই এই ২৯ বছরে কলেজের উন্নয়ন ও প্রগতি সম্ভব হবে। সভাপতির ভাষণে রায়দিঘী কলেজের অধ্যক্ষ ডাঃ শশবিন্দু জানা ২০২২-২৩ পড়ছে কলেজের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন‌।-আধুনিক কম্পিউটার ল্যাব, গবেষণাগার, ছাত্র-ছাত্রীদের জন্য আধুনিক শৌচাগার, খেলার ব্যবস্থা ইত্যাদি উল্লেখ করে বলেন এই কলেজের পরিকাঠামো ও উন্নতমানের চাকরি সংক্রান্ত প্রস্তুতি ইত্যাদি পরিকল্পনা নিয়ে তৈরি আছেন।

     

    এদিনের এই অনুষ্ঠানে রায়দিঘী কলেজে শিক্ষক শিক্ষিকারা সহ বহু ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন এই অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে গ্রুপ ব্যান্ড, নানাবিধ সঙ্গীত ও নৃত্যের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের বিনোদন উপহার দেন, ছাত্রছাত্রীরা অন্তত আনন্দের সঙ্গে এই অনুষ্ঠান উপভোগ করে।

     

     

    রায়দিঘী থেকে MD.Nur নতুন গতি