|
---|
উত্তরবঙ্গ: উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে বুধবার নতুন করে আক্রান্ত হল ২৮ জন জুনিয়র ডাক্তার। জুনিয়র ডাক্তার সহ করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন আরও ৭ জন নার্স ও ৩ জন হাউস স্টাফ। দিনের পর দিন এইভাবে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় উৎকণ্ঠায় মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। দিনের-পর-দিন যদি মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তার থেকে শুরু করে স্টাফরা করোনায় আক্রান্ত হতে শুরু করেন তাহলে পরবর্তীতে মেডিকেল কলেজ ও হাসপাতাল চিকিৎসা পরিষেবা রোগীদের কতটা দেওয়া সম্ভব হবে সেটাই এখন দেখার বিষয়।
এক ডাক্তার এ বিষয়ে জানিয়েছেন আমাদের বিকল্প ব্যাবস্থা তৈরী করা আছে।আশা করছি আমাদের কোন অসুবিধা হবে না,আক্রান্ত প্রত্যেককে নিভৃতাবাসে পাঠানো হয়েছে।যাদের অবস্থা একটু সিরিয়াস তাদের ভর্তি করা হয়েছে।আরো বলা হয়েছে যারা আক্রান্ত হয়েছেন তাদের এবং তাদের পরিবারের চিন্তার কিছুই নেই,আমরা তাদের উপযুক্ত চিকিৎসার ব্যাবস্থা করবো।