42 ইঞ্চি রোদ পড়েছে মন্তব্য মদন মিত্রের, অট্টহাসিতে মগ্ন ফেসবুক মহল

 

    নতুন গতি নিউজ ডেক্স: দীর্ঘদিন রাজনীতির বাইরে থাকলেও আবার ভাটপাড়া উপনির্বাচনে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি মদন মিত্রকে লড়াই করার জন্য বেছে নেন। বর্তমানে মদন মিত্র রাজনীতি থেকে বেশি জনপ্রিয় সোশ্যাল মিডিয়ায়। ফেসবুক লাইভে খুব সাড়া ফেলেছে মদন মিত্র। বাংলার বহু ফেসবুক রসিকরা তার ফলোয়ার্স। মজা করতে ছাড়েনা তারাও মদন মিত্রের সাথে। কিন্তু রাগ নেই মদন মিত্রের বরং তিনি তাতে আনন্দিত। এবার ফেসবুক লাইভে এসে মদন মিত্রের একটি মন্তব্য কার্যত অট্টহাসিতে পরিণত হয়েছে। মদন মিত্র লাইভে এসে জানান তীব্র দাবদাহে বাইরে 41 কখনো 42 ইঞ্চি রোদ পড়েছে। বাইরে বেরোনো টায় দুর্বিষহ হয়ে উঠেছে। এরূপ মন্তব্যের জেরে অট্টহাসিতে এসে পড়েছে ফেসবুক মহল।অনেকে তাকে ফেসবুকে কটাক্ষ করে লিখেছেন ডিগ্রীর পাঠ এবার উঠে যেতে চলেছে বাংলায় নতুন ট্রেন্ড এখন ইঞ্চি।