বাইকের লকার ভেঙে এক লক্ষ টাকা ছিনতাই মুরার‌ইয়ে

 

    নতুন গতি নিউজ ডেস্ক: দিনে দুপুরে ফের বাইকের লকার ভেঙে চুরি গেল এক লক্ষ টাকা।ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার মুরারই থানার স্টেট ব্যাংকের সামনে। স্থানীয় সূত্রে জানা গেছে জান মোহাম্মদ নামে বছর চব্বিশের এক যুবক বাইকের লকারে এক লক্ষ টাকা রাখেন। সেখান থেকেই তার টাকা হাতিয়ে নেয় ছিনতাইকারীরা।আজকে বারোটা নাগাদ মুরার‌ই এস বি আই ব্যাংকের সামনে থেকে এই ঘটনা ঘটে। ছেলেটার বাড়ি কালিকাপুর গ্রামে। প্রশ্ন হচ্ছে প্রশাসনের ভূমিকা নিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় বহু ব্যক্তি জানিয়েছেন মুরারয় স্টেট ব্যাংকের সামনে কোন সিসিটিভি না থাকায় এই ধরনের ঘটনা ঘটেছে। সিসিটিভি থাকলে হয়তো এই ধরনের ঘটনা এড়ানো যেত। এর কিছুদিন আগেও এক ব্যক্তির বাইকের লকার ভেঙে এক লাখ কুড়ি হাজার টাকা ছিনতাই হয়েছিল। দিনের পর দিন মুরারই থানায় এই ধরনের ঘটনা ঘটেই চলেছে অথচ প্রশাসনের তরফ থেকে এখন পর্যন্ত কোনো সুরাহা মেলেনি। প্রশ্ন হচ্ছে পুলিশের ভূমিকা নিয়ে।