|
---|
শেখ আরেফুল; খেজুরী: পূর্ব মেদিনীপুর জেলার খেজুরী হেরিটেজ সুরক্ষা সমিতির উদ্যোগে আজ প্রাচীন খেজুরী বন্দর সংলগ্ন খেজুরী ডাক ও সেচ বাংলো প্রাঙ্গণে পালিত হল ভারত পথিক রাজা রামমোহন রায়ের জন্মদিবস।
প্রসঙ্গত, খেজুরী বন্দর থেকেই ইংরেজি ১৮৩০ খ্রীষ্টাব্দের ২০শে নভেম্বর “আলবিয়ন” নামের এক পালতোলা জাহাজে ইংল্যান্ডের উদ্দেশ্য তিনি পাড়ি দেন। তারপর রামমোহন আর ভারতের মাটিতে ফিরে আসেননি। ইংলন্ডেই তিনি মৃত্যু বরণ করেন।
রাজা রামমোহন রায়ের খেজুরী বন্দর থেকে সেই ঐতিহাসিক বিলেত যাত্রার স্মৃতিকে স্মরণীয় করে রাখতে খেজুরী বন্দর সংলগ্ন স্থানে ঐতিহ্যবাহী ডাক ও সেচ বাংলোর সামনে রাজা রামমোহন রায়ের একটি পূর্নাবয়ব মূর্তি প্রতিষ্ঠা করে খেজুরী হেরিটেজ সুরক্ষা সমিতি ইংরেজি ২০১৭ খ্রীষ্টাব্দের ১৯শে নভেম্বর। এই ঐতিহাসিক দিনটিতেই রামমোহন রায় খেজুরী বন্দরে আগমন করেন ও এক রাত্রি বিশ্রামের পর পরদিন বিলেতের উদ্দেশ্যে রওয়ানা দেন।
আজ খেজুরীর সেই রামমোহন মূর্তির সামনে রাজা রামমোহন রায়ের ২৪৮ তম জন্মদিনটি পালন করল খেজুরী হেরিটেজ সুরক্ষা সমিতি। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংস্থার সভাপতি ডঃ অসীম কুমার মান্না। এছাড়াও উপস্থিত ছিলেন স্বপন কুমার মন্ডল, জয়দেব মাইতি, ধীরেন্দ্রনাথ প্রধান প্রমুখ। সমগ্ৰ অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সুমন নারায়ন বাকরা।