মুরারই থানায় প্রথম সৌরভ নন্দীকে সংবর্ধনা দিল বিধায়ক আব্দুর রহমান

নতুন গতি নিউজ ডেক্স: সম্প্রতি প্রকাশিত হয়েছে মাধ্যমিক পরীক্ষার ফলাফল। এবারে 86.07 শতাংশ পরীক্ষার্থী সারা বাংলায় উত্তীর্ণ হয়েছে। যা আগের বছরের থেকে অনেকটাই বেশি। এবারে মুরারই থানা থেকে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম হয়েছে সৌরভ নন্দী তার প্রাপ্ত নম্বর 676, সৌরভ রতনপুর যোগেন্দ্র নারায়ন স্কুলের ছাত্র। সৌরভ নন্দীর বিষয়ভিত্তিক নম্বর হল বাংলাতে 91, ইংরেজি 96, অংকে 100 ,ভৌতবিজ্ঞান 94 ,জীবন বিজ্ঞান 97, ইতিহাসে 98 ও ভূগোলে 100 , কৃতি সৌরভের বাড়িতে গিয়ে এদিন মুরারই থানার বিধায়ক আব্দুর রহমান ও মুরার‌ই 1 নম্বর ব্লকের সভাপতি সাহানাজ বেগম সংবর্ধনা দেন। সৌরভ নন্দীর ইচ্ছা তিনি পড়াশোনা করে বড় হয়ে ডাক্তার হতে চায়। কিন্তু সৌরভের কাছে বাধা পারিবারিক আর্থিক সমস্যা। সৌরভের বাবা দীপক নন্দী বলেন আমি সামান্য একজন ফেরিওয়ালা গ্রামে গ্রামে ফেরি করি।

    ছেলে ডাক্তারি পড়তে চাইলে অনেক টাকা দরকার পড়বে সামান্য একটু ভিটে জমি আছে কিন্তু সেটা বিক্রি করলে সংসার চলবে কিভাবে এই চিন্তায় ভাবাচ্ছে দীপক বাবু কে।তবে সৌরভের এরূপ সাফল্যে খুশির জোয়ার তার স্কুল ও গ্রামের অধিকাংশ‌ই মানুষের মধ্যে।