|
---|
মহঃ সফিউল আলম, নতুনগতি, বীরভূম: জেলার সীমান্তবর্তী ও ঝাড়খন্ড সংলগ্ন অন্যতম একটি থানা এলাকা হল কাঁখড়তলা৷ খয়রাশোল ব্লকের কাঁখড়তলা থানার পক্ষ থেকে শুভ দীপাবলি ও ভাইফোঁটা উপলক্ষে আনুষ্ঠানিকভাবে সম্প্রতি শুভেচ্ছা বিনিময় করা হয়৷ সেই সাথে কৃতী পড়ুয়াদের সংবর্ধনা জানানো হয়৷ এমন শুভ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী ও শিক্ষকবৃন্দ৷
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পুলিশের ডি এস পি হেডকোয়ার্টার কাশীনাথ মিস্ত্রি, কাঁখড়তলা থানার ওসি জাহিদুল ইসলাম সহ বিশিষ্ট মানুষজন প্রমুখ৷ এলাকার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ কৃতী ছাত্র ছাত্রীদের এদিন সংবর্ধনা জ্ঞাপন করা হয়৷ সেইসাথে পথ নিরাপত্তা সপ্তাহে অংশগ্রহণকারী ফুটবল খেলোয়াড়দের জার্সি উপহারও দেওয়া হয় এদিন৷ ছিল পঙক্তি ভোজনের ব্যবস্থাও৷ বিভিন্ন বিদ্যালয়ের কৃতী ছাত্র ছাত্রীদের এইরুপ সংবর্ধনা জানানোয় উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়েছেন শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক ও এলাকাবাসী৷ ডি এস পি সাহেব এদিন তাঁর বক্তব্যে উক্ত থানার ওসি জাহিদুল বাবুর ভূয়সী প্রশংসা করেন৷ আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি জনসংযোগ বৃদ্ধি, সাংস্কৃতিক ও সামাজিক অনুষ্ঠান আয়োজন প্রভৃতি বিষয়গুলিও উঠে আসে বক্তব্যে৷ ইতিমধ্যে সংশ্লিষ্ট থানার ওসির কয়েকটি ক্ষেত্রে মানবিক মুখের পরিচয় পেয়েছেন এলাকাবাসী৷ আগামী দিনেও একইভাবে সাধারণ মানুষের সহযোগিতা প্রার্থনা করা হয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে৷